সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৩ অগাস্ট


জয়পুর: বিপুল সংখ্যাক শিক্ষক সরকারি স্কুলে নিয়োগ করতে চলেছে রাজস্থান সরকার ৷ সম্প্রতি গ্রেড ৩ শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ প্রায় ৪০৫১ পদে নিয়োগ করা হবে ৷ 

education.rajasthan.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে অনলাইনেই ৷ আবেদন জমা দেওয়া শেষ তারিখ ২৩ অগাস্ট ২০১৮ ৷

কোন পদে কতজনকে নিয়োগ করা হবে দেখে নিন একনজরে-

মোট পদ - ৪০৫১

গ্রেড ৩ লেভেল ২ সাইয়েন্স ও অঙ্কের শিক্ষক- ১৩৭৯

গ্রেড ৩ লেভেল ২ সংস্কৃত শিক্ষক- ১৮৪

গ্রেড ৩ লেভেল ২ হিন্দি শিক্ষক - ৬০৪

গ্রেড ৩ লেভেল ২ সোশাল স্টাডিজ- ৩৪৮

গ্রেড ৩ লেভেল ২ উর্দু শিক্ষক - ২৫

গ্রেড ৩ লেভেল ২ ইংরেজি শিক্ষক - ১৫১০

আবেদন করার জন্য লাগবে ১০০ টাকা ৷ ওবিসিদের ক্ষেত্রে লাগবে ৭০ টাকা ৷ এসটি/ এসসি দের জন্য লাগবে ৬০ টাকা ৷

আবেদনকারীদের বয়স ১ সেপ্টম্বর ২০১৮তে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন http://www.education.rajasthan.gov.in/content/dam/doitassets/education/school%26secondaryeducation/elementary-education/2018%20pdf/tr2018/tr%2018%20level%202/TSP%20ADVERTISEMENT.pdf


কীভাবে আবেদন করবেন-

education.rajasthan.gov.in ওয়েবসাইটে গিয়ে SSO আইডি বানান ৷ এরপর লগইন করে কোন বিষয় আবেদন করতে চান সেটাতে ক্লিক করুন ৷ ফর্ম ভরে ফি জমা দিয়ে সাবমিট করে দিন অনলাইনে ৷ কনফার্মেশন পেজ ডাউনলোড করে রাখুন ৷