ওয়াশিংটনে ভেঙে পড়ল হাইজ্যাক করে নিয়ে যাওয়া যাত্রী বিমান


ওয়াশিংটন: হাইজ্যাক হওয়ার পর ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সিয়াটেলে সি-ট্যাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানটি হাইজ্যাক করে নিয়ে যায় এক এয়ারলাইন কর্মী। এরপরই ভেঙে পড়ে বিমানটি।

এয়ারপোর্ট কর্তৃপক্ষ ট্যুইট করে ওই খবর নিশ্চিত করেছে। একটি Horizon Air Q400 বিমান নিয়ে উড়ে যায় ওই কর্মী। তবে সেই বিমানে কোনও যাত্রী ছিল না। মনে করা হচ্ছে, আত্মহত্যার জন্যই এই ঘটনা ঘটায় ওই কর্মী। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনও সম্পর্ক নেই। তবে বিমানটি হাইজ্যাক করে নিয়ে যাওয়ার পর সেটিকে তাড়া করে একটি মিলিটারি এয়ারক্রাফট। এর ঠিক পরই ওয়াশিংটনের ট্যাকোমায় ভেঙে পড়ে বিমানটি।

ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বিমানটি ভেঙে পড়ার আগে তাঁকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ভয়েস রেকর্ডারে বলতে শোনা যায়, 'আমি অত্যন্ত ভেঙে পড়া একজন মানুষ।' তিনি কোনও মিলিটারি এয়ারবেসে নামতে চান না বলেও জানান। একবার তাঁকে বলতে শোনা গিয়েছে, তাঁর ফুয়েল শেষ হয়ে আসছে।