রোজ রাতে গৃহস্থ বাড়িতেই বসত মধচুক্রের আসর


বহরমপুর: হোটেলে মধুচক্রের আসর বসানোর অভিযোগ উঠছিল বারবার৷ সেই অভিযোগের ভিত্তিতে সাম্প্রতিক কালে বেশ কয়েকবার মুর্শিদাবাদের লালবাগ এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ৷ অনেককে গ্রেফতার করে৷

স্থানীয়দের দাবি, তাতেই কাজ হয়৷ অধিকাংশ হোটেলে বন্ধ হয়ে যায় মধুচক্রের আসর বসানোর কাজ৷ পুলিশি তদন্তের মুখে পড়ে অনেক হোটেল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি৷

অভিযোগ, মধুচক্রের আসর বসানোর কারবারিরা কিন্তু থেমে থাকেনি৷ তারা বরং পুলিশি নজরদারি এড়িয়ে ঘুরপথে ব্যবসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে৷ সেই মতো লালবাগের মদমরশফি এলাকার একটি বাড়িতেই শুরু হয় মধুচক্রের আসর৷ রোজ রাতে অচেনা পুরুষ-মহিলাদের ভিড় বাড়তে শুরু করে৷
 
এবারও অভিযোগ আসে পুলিশের কাছে৷ শুক্রবার রাতে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ৷ অভিযান চলে স্থানীয় বাসিন্দা বাবলু শেখের বাড়িতে৷ তাতেই কাজ হয়৷ হাতে নাতে ধরা পড়ে আটজন৷

পুলিশ জানিয়েছে, ওই আটজনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছে৷ গ্রেফতার হওয়া মহিলারা মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও বর্ধমানের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের জালে ধরা পড়েছে বাড়ির মালিক বাবলু শেখও৷

প্রসঙ্গত, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার টানে প্রায় প্রতিদিনই বহু পর্যটক এই জেলায় আসেন৷ লালবাগ শহরের হোটেলগুলিতে রাত্রিবাস করেন। অভিযোগ, এই ব্যবসার সুযোগে বিভিন্ন সময় মধুচক্রের ব্যবসা চালানো হয় হোটেলগুলিতে।