‘মোদীকে সুযোগ দিন, বাংলাকে বদলে দেব’


কলকাতা: তৃণমূলের আমলে বাংলায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে দেওয়া হয় না৷ বিজেপি ক্ষমতায় এলে এসব আর হবে না৷

এখানে তৃণমূল বা সিপিএম কেউ উন্নয়ন করতে পারবে না৷ উন্নয়ন করতে পারবে একমাত্র বিজেপি৷ তাই মোদীকে একটা সুযোগ দিয়ে দেখুন৷ আমরা গোটা বাংলাই বদলে দেব৷

কেন্দ্রের মোদী সরকার যে টাকা পাঠাচ্ছে, সেগুলি গ্রাম বাংলার মানুষ পাচ্ছে না৷ সেগুলো ভাইপো ও সিন্ডিকেটের কাছে চলে যাচ্ছে৷

যদি আপনারা সেই পুরনো পশ্চিমবঙ্গ ফিরে পেতে চান৷ আপনাদের পুরনো সংস্কৃতি ফিরে পেতে চান, তাহলে বিজেপির সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসুন৷

রবীন্দ্রসঙ্গীতের বাংলায় এখন শুধু বোমার শব্দ শোনা যায়৷ রোজই বাংলায় কোথাও না কোথাও অস্ত্র, বোমার কারখানার খবর পাওয়া যায়৷

এমন আওয়াজ তুলুন, যা দেখে মমতা দিদিও এনআরসির সমর্থন করতে বাধ্য হয়৷ অনুপ্রবেশকারীদের বের করতে না পারলে পশ্চিমবঙ্গেও শান্তি আসবে না৷

মমতা দিদি শুনে রাখুন, দেশ সব থেকে প্রথমে আসে আমাদের জন্য৷ তাই আমরা এনআরসি সফল করেই ছাড়ব৷

২০০৫ সালে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদ অচল করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এখন বাংলাদেশী অনুপ্রবেশকারীরা মমতা দিদির ভোট ব্যাংক৷

অসমে এনআরসি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বেছে বেছে চিহ্নিত করা৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে৷ আমি জানতে চাই কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছেন? আমি বলে দিতে চাই, মমতা দিদি, রাহুল গান্ধীর বিরোধিতা সফল হবে না৷

বিমানবন্দর থেকে সভা মঞ্চ থেকে তৃণমূল ব্যানার লাগিয়েছে, 'বাংলা বিরোধী বিজেপি গো ব্যাক৷' মমতা দিদিকে জানতে চাই, আমরা কী করে বাংলা বিরোধী? আমাদের দল বাংলার সন্তান শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের দল তৈরি৷

এই মাটি সুভাষচন্দ্র বোস, কাজি নজরুল ইসলাম, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি৷

অমিত শাহ বক্তৃতার শুরুতেই জানালেন, আজকের এই সভা প্রমাণ করছে পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন আসছে৷

টিএমসি এখন টেরর মেকিং পার্টি হয়ে গিয়েছে৷ বাংলাকে বাংলাদেশে পরিণত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ চাকরির জন্য ঘুষ নিচ্ছে তৃণমূল৷

মমতা দিদি আর আমার কাছে মমতা নেই৷ তিনি আমার কাছে এখন ইউটার্ন দিদি হয়ে গিয়েছেন৷

তাঁর অভিযোগ, সাধারণ মানুষের কোনও পরিবর্তন হয়নি৷ শুধু তৃণমূলের নেতাদের পরিবর্তন হয়েছে৷ সিপিএমের লাল রং বদলে এখন মমতা দিদির শাড়ির রং বাংলা এখন নীল-সাদা হয়ে গিয়েছে৷

শুরু থেকেই তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন৷ সরাসরি জানিয়েদিলেন, পিকচার আভি বাকি হ্যায়, ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যায়৷

দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপি সোনার বাংলা গড়তে চায়৷ পশ্চিম বাংলাদেশ গড়তে চায় না৷

দিলীপ ঘোষের অভিযোগ, বাংলাতেও সুপার এমার্জেন্সি চলছে৷ গ্রামের দিকে গেলে বিজেপির নেতাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে৷ বাংলাদেশ থেকে উগ্রপন্থী ঢুকছে৷ বাংলায় শিল্প নেই৷ বাংলায় এখন অস্ত্র কারখানা তৈরি হচ্ছে৷

প্রত্যাশিতভাবে নিজের ভাষণে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করলেন তিনি৷

এদিনের সভাকে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহিদ ক্ষুদিরাম বোসকে উৎসর্গ করার কথা জানান ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার৷ তিনি তৃণমূল কংগ্রেসের সরকারকে ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ইস্যুতে আক্রমণ করেন৷

সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন৷ সেখান থেকে তিনি চলে যান পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে৷ সেখান থেকেই কিছুক্ষণ পরই পৌঁছন মেয়ো রোডের সভায়৷

বিজেপির যুব সংগঠনের ডাকে মেয়ো রোডে স্বাভিমান সমাবেশ৷ প্রধান বক্তা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সঙ্গে থাকবেন ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার-সহ অন্যরা৷