কেরালায় বন্যায় মৃত ২৯, ৮ রাজ্যে জারি রেড অ্যালার্ট


তিরুবনন্তপুরম: প্রবল বর্ষণে অচল হাইওয়ে গুলি, জলাধার ছাপিয়ে জল চলে এসেছে লোকালয়ে, ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি, গৃহহীন প্রায় ৫৪,০০০ মানুষ-বন্যা পরিস্থিতির জেরে এটাই কেরালার বর্তমান অবস্থা । মারা গিয়েছেন প্রায় ২৯ জন । গত ২৪ ঘন্টায় এর ফলে ৬জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ ৪ জন ।

উদ্ধারকাজে নেমে পড়েছে ভারতীয় সেনা । ৪০টি নদীতে জলোচ্ছাসের কারণে জারি হয়েছে অতিরিক্ত সতর্কতা । উত্তর ও মধ্য কেরালায় ভূমি ধসের কারণে মৃত্যু হয়েছে প্রায় ২৫ জন বাসিন্দার । রাজ্যজুড়ে প্রায় ৪৩৯টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৫৩,৫০১ জন । পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে ইদুক্কি জেলায় পর্যটকদের যেতে নিষেধ করেছে কেরালা সরকার ।

মুন্নরের প্লাম জেডি রিসর্টে আটকে পড়া ৫০ জন পর্যটককে উদ্ধার করেছে সেনা । পেরিয়ার উপকূলের বাসিন্দাদের জন্যও জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা । চেরুথোনি বাঁধের আরও ২টি শাটার খুলে দেওয়া হয়েছে । আগামী ৪৮ ঘন্টায় প্রবল বর্ষণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওয়েনাড, ইদুক্কি, কোট্টায়ম সহ ৮টি রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট ।