৩০ লক্ষ টাকা সমেত ৪ মাওবাদী গ্রেফতার


পাটনা: শুক্রবার বিভিন্ন জায়গায় তল্লশি চালিয়ে চার মাওবাদী নেতাকে গ্রেফতার করল পুলিশ৷ তাদের মধ্যে রয়েছে অশোক মাহাত৷ এর বিরুদ্ধে একাধিক মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে৷ বিহারের গয়ার বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলে বলে খবর৷

ইমামগঞ্জ ও গেরুয়া এলাকা জুড়ে মাওবাদী কার্যকলাপ চালাত এই অসোক মাহাত৷ শুধু বিহারই নয়, তার কার্যকলাপ বিস্তৃত ছিল রাজস্থানেও৷ গয়ার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রাজিব মিশ্র জানান, শুধু অশোক মাহাতই নয়, গ্রেফতার করা হয়েছে আরেক মাওবাদী নেতা সন্দীপ যাদবকেও৷ তার কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ একাধিক তছরূপের অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে৷ সন্দীপ যাদবের একাধিক নাম পেয়েছে পুলিশ৷ রূপেশ বা বিজয় যাদব নামেও পরিচিত সে৷

সিপিআই মাওবাদী দলের জাতীয় কমিটির সদস্য এই সন্দীপ৷ গয়া জেলার লুতুয়া এলাকার বাসিন্দা সে৷ বিভিন্ন পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে৷ বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে তাঁর বিরুদ্ধে প্রায় শতাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঔরাঙ্গাবাদে সন্দীপ যাদবের দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ একটি খালি জমি ও একটি একতলা বাড়ি৷ বাড়িটি সিল করে দেওয়া হয়েছে৷ এদিন বিহার পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ তাঁরা জানিয়েছে এই বাড়িটি সন্দীপের স্ত্রী রজন্তী দেবীর নামে করা হয়েছে৷ যাবতীয় সম্পত্তিও তাঁরই নামে কেনা বলে জানান ইডির পাটনা শাখার অ্যাসিসট্যান্ট ডিরেক্টর আদর্শ কুমার৷