ডলারের তুলনায় রেকর্ড কমে গেল টাকার দাম: জানুন 10'টি তথ্য:


ফের পড়ে গেল টাকার দাম। এবারে কমল 16 পয়সা।

1. বাণিজ্যমহলের মতে, মার্কিন মুদ্রার প্রবল চাহিদার চাপ পড়ছে ভারতীয় মুদ্রার ওপরে। তার ফলে এই অবস্থা।
2. বিশ্ববাণিজ্য বাজারে নিজের স্থানকে ক্রমশ শক্তিশালী করে তুলছে ডলার।

3. বিশ্বের অপরিশোধিত তেলের বাজারে প্রতিযোগিততা বাড়লে আবার এই চাহিদা হ্রাস পেতে পারে।

4. অপরিশোধিত তেলের এক ব্যারেলের দাম মার্কিন মুদ্রায় 78.05 ডলার।

5. গতকাল বৃদ্ধি পেয়েছে তেলের দাম।

6. গতকাল এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য ছিল 71.21 টাকা।

7. সোমবার দিন ভারতীয় মুদ্রার দাম 23 পয়সা বৃদ্ধি পেয়েছিল। রপ্তানিকারক ও ব্যাঙ্কের মার্কিন মুদ্রা বেচাকেনার ওপর নির্ভরশীল এই বৃদ্ধি। কিন্তু ডলার শক্তিশালী হয়ে ওঠায় ফের পড়ে গেল দাম।

8. মঙ্গলবার সকালে স্থানীয় শেয়ার বাজার অত্যন্ত চাপের মুখে শুরু হল। সকাল ন'টা চল্লিশ মিনিট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 115.48 সূচক অথবা 0.30 শতাংশ কমে গিয়ে পৌঁছল 38,197.04-এ। নিফটি50 আবার 45.15 সূচক অথবা 0.39 শতাংশ কমে গিয়ে পৌঁছে 11,537.20-তে।

9. মঙ্গলবার শুরু দিকে এশিয়ার শেয়ারগুলির বাজার দুর্দশার মুখের পড়ল।

10. ফরেন ইন্সটিটিউশনাল ইনভেস্টরস অথবা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গতকাল মোট একুশ কোটি তেরো লক্ষ টাকার শেয়ার বেচেছেন, শেয়ার বাজারের তথ্য অনুযায়ী।