ভেঙে পড়ল বায়ুসেনার MiG 27


জয়পুর: ফের ভেঙে পড়ল সেনাবিমান৷ যোধপুরের দেবারিয়ায় ইন্ডিয়ান এয়ারফোর্সের মিগ ২৭ বিমান ভেঙে পড়ে৷ ঘটনাস্থলে সেনা আধিকারিকরা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই৷ বিমানের পাইলটের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর, যোধপুরের দেবরিয়া গ্রামে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে সেনা মিগ ২৭ বিমানে৷ বিমানে আগুন লেগে গিয়ে ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে সেটি৷ তবে এতে প্রাণহানির কোনও খবর আসেনি৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন অন্যান্য সেনা আধিকারিকরা৷ আগুন নেভানোর কাজ চলছে৷ কিন্তু কেন এমন বড়সড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেই বিষয়ে তদন্তে নেমেছেন আধিকারিকরা৷

প্রসঙ্গত, গত জুনে নাসিকে ভেঙে পড়ে সুখোই Su-30MKI ফাইটার জেট৷ নাসিক থেকে ২৫ কিলোমিটার দূরে পিম্পলগাঁও বসওয়ান্ত এলাকার কাছে ওয়াভি-তুসি গ্রামে ভেঙে পড়ে এই ফাইটার জেট৷ পুলিশের কাছে খবর যায় ঠিক তার ১০ মিনিট পরে৷ তবে এই দুর্ঘটনায় সুখোইয়ের ২ পাইলট কোনওরকমে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷

জানা যায়, ভেঙে পড়া এই যুদ্ধবিমানটি নাসিকে HAL-এ তৈরি হচ্ছিল৷ পরীক্ষামূলক উড়ানে অংশগ্রহণ করেছিল তাই ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে এটি তুলে দেওয়া হয়নি৷ কিন্তু কেন এটি দুর্ঘটনার মুখে পড়ল তা এখনও স্পষ্ট নয়৷ তবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগেই এটি ভেঙে পড়ে৷ ঘটনাস্থলে উপস্থিত হয়, এয়ারফোর্স স্টেশনের ভারতীয় বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা৷