ফাইভ পাশ যোগ্যতায় পিয়নের পদে আবেদন এমটেক, গবেষকদের


লখনউঃ ৬২টি শূণ্যপদে আবেদন জমা পড়েছে ৯৩ হাজার! আরও অবাক হওয়া বাকিই ছিল। তা হল, পিওনের ওই শূন্যপদগুলির জন্য আবেদন জমা পড়েছে বিটেক থেকে শুরু করে গবেষকের। অর্থাৎ, প্রতি পদের জন্য আবেদনকারী ১৫০০। এর মধ্যে রয়েছে তিন হাজার গবেষক, ২০ হাজার স্নাতকোত্তর ও ৫০ হাজার স্নাতক।

এই পদে চাকরির ন্যূনতম যোগ্যতা ক্লাস ৫ পাশ। সঙ্গে জানতে হবে বাইক চালানো। এর থেকে স্পষ্ট উত্তরপ্রদেশের বেকারত্বের পরিমাণ। ২০১৫-২০১৬ সালের সরকারি রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র উত্তরপ্রদেশে বেকারত্বের হার ৭.৪ শতাংশ। যা গোটা ভারতের বেকারত্বের হারের থেকে ২.৪ শতাংশ বেশি। তবে এই উপচে পড়া আবেদনপত্রে একটুও অবাক হয়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৫ সালে উত্তরপ্রদেশে মাত্র ৩৬৮টি পোস্টের জন্য আবেদনপত্র জমা পড়েছিল ২৩ লক্ষ। যার মধ্যে ২৫০ জন ছিলেন গবেষক। ফলে এটা কোনো নতুন ঘটনা নয়।