মহার্ঘ জ্বালানি, ফের মূল্যবৃদ্ধি পেট্রল-ডিজেলের

ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের৷ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে কলকাতায় পেট্রলের দাম ১৬ পয়সা বেড়ে বর্ধিত মূল্য হল ৮২.২২ টাকা৷ পাশাপাশি, কলকাতায় ডিজেলের ১৯ পয়সা দাম বেড়ে বর্ধিতমূল্য হল ৭৪.১৯টাকা৷

এদিকে, গতকালই, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন , পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছোঁবে এবং পাশাপাশি ডলারের বিনিময় মূল্যেও তেমনটাই দাঁড়াবে৷ তাঁর বক্তব্য, এখন যা অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে তা ভারতের শক্তির জন্য হচ্ছে এতে এনডিএ সরকারের কোনও কৃতিত্ব নেই৷ বরং অন্য কোনও সরকার থাকলে আরও ভাল বৃদ্ধি ঘটত বলেই মন্তব্য করেছেন তিনি৷

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন বলেন , নোটবন্দি বড় রকম ব্যর্থ হয়েছে কারণ এর কুফল এখনও ভোগ করছে৷ অর্থনীতি ভেঙে পড়েছে ৷ এনডিএ সরকারের ভ্রান্তনীতি নিয়ে দোষারোপ করতে গিয়ে তিনি বলেন, '' শীঘ্রই পেট্রলের দাম ১০০ টাকা হবে৷'' একই সঙ্গে টাকার দাম আন্তর্জাতিক বাজারে নেমে গিয়ে ডলারের সাপেক্ষে বিনিময় মূল্য দাঁড়াবে একশোতে৷ তখন এক ডলার দিয়ে এক লিটার পেট্রল কেনা যাবে বলে তিনি মন্তব্য করেন৷

তিনি বলেন, ডিজিটাল লেনদেন খরচ কমানো দরকার যাতে সকলে সেদিকে আকৃষ্ট হয়৷ এরফলে রাজস্ব বেশি জমা হত কিন্তু এই সরকার তো উল্টো দিকে হাঁটছে ডিজিটাল লেনদেন দামি করে দিয়ে৷ তাছাড়া প্রতারণার জন্য জনগণ ব্যাংক ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছে ৷ ওয়াইএসআর কংগ্রেস সভাপতি ওয়াই এস জগমোহন রেড্ডির সঙ্গে মোদী ঘনিষ্ঠতার প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী অথবা এনডিএ সরকার আর্থিক শৃঙ্খলা অথবা সততার বিষয়ে কিছু বলতে পারছে না কারণ দুর্নীতিগ্রস্তদের সঙ্গেও তো ওঠা বসা চলছে ৷