হায়দরাবাদ জোড়া বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ২


হায়দরাবাদ : হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের ঘটনায় দু'জনকে দোষী সাব্যস্ত করল নামপল্লি আদালত। আনিক সাফিক সায়েদ ও ইসমাইল চৌধুরিকে দোষী সাব্যস্ত করা হয়।

২০০৭ সালে হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনী পার্কে জোড়া বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৪২ জনের। তেলাঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা এই ঘটনার তদন্ত শুরু করে। তিনটি চার্জশিট পেশ করে। এই মামলায় আজ রায় দেয় আদালত। দু'জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং দু'জনকে বেকসুর খালাস করা হয়। ১০ সেপ্টেম্বর অপর একজনের সাজা ঘোষণা করা হবে। পাঁচজনকে আপাতত চার্লাপাল্লি জেলে রাখা হবে। 

২০১৩ সালের অগাস্ট মাসে দ্বিতীয় মেট্রোপলিটন সেশন জজ কোর্ট আনিক সাফিক সইদ, মহম্মদ সাদিক, আকবর ইসমাইল চৌধুরি ও আনসার আহমেদ বাদশা শেখ চার্জ দাখিল করে। তাদের বিরুদ্ধে ৩০২ (খুন) সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।