অবশেষে ফাঁস হলো মোমো খেলার আসল সত্যতা !


মোমো খেলা নিয়ে আজকাল গোটা দেশ উত্তাল , এর আতঙ্কে অনেকেই আতঙ্কিত রয়েছে ! মোমো হলো একটি মরণ খেলা যেখানে মোমো নামে একটি হোয়াটস আপ একাউন্ট থেকে মেসেজ করে একটি খেলা খেলতে বলে সফটওয়্যার লিংক পাঠায় , এবং খেলাটি খেলতে বাধ্য করার জন্য হুমকি দেয় । আবার কিছু কিছু ক্ষেত্রে এর মোবাইল হ্যাক করার ও হুমকি দেয় ।

বহু লোকের ফোনে এই মোমোর হোয়াটস আপ মেসেজ এসেছে কিন্তু প্রশ্ন হলো সত্যি কি এটা মোমো না কেউ পরিচিত কেউ আপনার সাথে মজা করার জন্য করছে এইরকম , এটা আমি বলছি না বলছে সাইবার বিশেষজ্ঞ রা এমনকি তারা প্রমান ও করে দিয়েছে এটা কিভাবে করছে ।

কাটোয়া থেকে এক ইঞ্জিনিয়রিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেপ্তার করেছিল সাইবার পুলিশ কলকাতা । ধুত এই ছাত্রের মোবাইলে সফটওয়্যার পাওয়া গিয়েছে , এই সফটওয়্যার থেকেই সে বিদেশি নম্বরের হোয়াটস আপ একাউন্ট তৈরি করতো । কিন্তু ছাত্রের দাবি সে তাঁর বন্ধুদের সাথে মজা করার জন্যই করেছল এটা।

আপনাদের করো ফোনে যদি এই মোমো এর ম্যাসেজ আসে তাহলে ভয় পাবেন না নাম্বার টিকে ব্লক করে দিবেন

আপনার বন্ধুদের সাথে এই নিউজ টি শেয়ার করে তাদের সাহায্য করুন ।