‘দলিত’ নয়, ‘ Scheduled Caste’ শব্দ ব্যবহারের উপদেশ মোদীর মন্ত্রকের

নয়াদিল্লি: বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দলিত শব্দের পরিবর্তে শেডিউল কাস্ট শব্দের ব্যবহার করার কথা সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলা হল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে৷ গত জুনে কেন্দ্রীয় মন্ত্রককে এই নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট৷

বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলিকে এই নির্দেশ মান্য করার কথা বলেছে মন্ত্রক৷ তবে এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয়, সংবাদপত্র থেকে শুরু করে অন্যান্য মাধ্যমগুলিকেও এই নির্দেশ মেনে চলতে হবে কি না৷

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি আদেশে বলা হয়েছে বম্বে হাইকোর্টে নির্দেশে অনুযায়ী, সংবাদ মাধ্যমের দলিত শব্দের ব্যবহার করা উচিত নয়৷ এর পরিবর্তে সাংবিধানিক টার্ম Scheduled Caste (SC) ব্যবহার করা উচিত৷ সেই সঙ্গে অফিশিয়াল লেন-দেন, শংসাপত্রেরও এসসি শব্দের ব্যবহার করতে হবে৷ সংবিধানের ৩৪১ ধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়৷

তবে কোনও সংবাদ মাধ্যম এই নিয়ম মেনে না চললে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা এখনও স্পষ্ট নয়৷ বম্বে হাইকোর্টের নাগপুর ব্রাঞ্চ একটি মামলার শুনানির সময় এই নির্দেশ দেয়৷ এর আগে গত ১৫ মার্চ কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রক একটি সার্কুলার জারি করে সব মন্ত্রক, বিভাগ এবং রাজ্য সরকারকে জানায় সরকারি সংবাদ মাধ্যমে দলিত শব্দের পরিবর্তে এসসি শব্দ ব্যবহার করতে হবে৷