মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রাক্তন ক্রিকেটার, অর্থ সাহায্য চাইলেন নিরুপায় স্ত্রী


ভারতের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিনের ব্যয়বহুল চিকিত্‍‌সায় দেশবাসীর কাছে এবার আর্থিক সাহায্য চাইলেন স্ত্রী খ্যাতি। দু-মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভরতি রয়েছেন জ্যাকব মার্টিন। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল।

দিন কয়েক হল আইসিইউ থেকে তাঁকে জেনারেল ওয়ার্ডে দেওয়া হলেও, কিছু জটিলতা থাকায় ডাক্তাররা জানিয়েছেন, আরও সপ্তাহখানেক তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। ফলে, সামনে আরও খরচ। এমতবস্থায় স্বামীর চিকিত্‍সা খরচ জোগাড়ে সাধারণ মানুষের দ্বারস্থ হতে হয় খ্যাতিকে।

গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হন জ্যাকব মার্টিন। তার পর থেকেই তিনি হাসপাতালে। জ্যাকবের চিকিত্‍‌সায় অর্থ সাহায্য দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সতীর্থ জাহির খানও খ্যাতির পাশে দাঁড়ান। কিন্তু, এখনও পর্যন্ত যে ডোনেশন উঠেছে, তা যথেষ্ট হয়।