ঝাড়খণ্ডে চপার নামিয়ে আজ পুরুলিয়ার সভাতে আসছেন যোগী আদিত্যনাথ


বাঁকুড়ায় চপার নামার অনুমতি দেওয়া হয়নি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ফলে সেখানে সভায় যোগ দিতে পারেননি তিনি। তবে এদিন মঙ্গলবার পুরুলিয়ায় সভা করবেন তিনি। সংলগ্ন ঝাড়খণ্ডের বোকারোতে চপার নামিয়ে সেখান থেকে বাকী পথটুকু গাড়িতে করে এসে পুরুলিয়ায় সভা করবেন যোগী।

যোগী সরকার সূত্রে জানা গিয়েছে, চপার নামানোর অনুমতি দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়িমসি করছে। ফলে ঝাড়খণ্ডের পথ ধরে আসার পরিকল্পনা নিয়েছে বিজেপি।

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বাঁকুড়ার সভা বন্ধ করতে তাঁরা বাধ্য হয়েছেন। যোগীর সভা নিয়ে কোনও ঝুঁকি নিতে তাঁরা রাজি নন।

এর আগে রবিবার যোগী আদিত্যনাথ উত্তরবঙ্গের বায়গঞ্জ ও বালুরঘাটে সভা করতে চেয়ে পারেননি। কারণ সেখানেও চপার নামানোর অনুমতি রাজ্য সরকার দেয়নি। ফলে মোবাইল ফোনে তাঁর বার্তা দেন যোগী। এবং তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন। জনবিরোধী তৃণমূল সরকারের দিন শেষ হয়ে এসেছে বলে তোপ দাগেন।

প্রসঙ্গত, দুদিন ধরে কলকাতা পুলিশ ও সিবিআই দ্বন্দ্ব নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তীব্র হয়েছে। এর মধ্যে এদিন যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট বিজেপি নেতা রাজ্যে এসে কোন বার্তা দেন সেটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিজেপির বড় নেতাদের রাজ্যে সভা করার অনুমতি দিচ্ছে না রাজ্য। যোগীর সভা তাই নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।