ক্যান্সার আক্রান্তদের উৎসাহিত করলেন সৌরভ


সোমবার বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার আক্রান্ত রোগীদের সঙ্গে সময় কাটালেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। গ্লোবাল ক্যান্সার ট্রাস্টের ৩০ জন, এদের মধ্যে ৯ জন শিশু, ২১ জন প্রাপ্তবয়স্ক, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের ২০ জন, ওডিশা থেকে ১ জন এদিন ইডেনে হাজির ছিলেন। তাঁদের সঙ্গে এদিন ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সৌরভ। ৩ ফেব্রুয়ারি ছিল ফ্র‌্যাঙ্ক ওরেল দিবস ও সিএবি–র প্রতিষ্ঠা দিবস। ফ্র‌্যাঙ্ক ওরেলের স্মরণে প্রতি বছর এই দিনটিতে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে সিএবি। জেলাতে হলেও রবিবার বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের জন্য রক্তদান শিবির কলকাতায় একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। সোমবার মহাসমারোহে সিএবি ও চন্দননগরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ও প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দুদিনে সব মিলিয়ে এবছর মোট ১৬৮২জন রক্ত দিয়েছেন। এদিন সকালে বি সি রায় শিশু হাসপাতালে রোগীদের হাতে ফুল ও ফল তুলে দেওয়া হয় সিএবির তরফে। পরে ইডেনের ক্লাব হাউসের লনে ক্যান্সার আক্রান্ত রোগীদের সঙ্গী করে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে স্মারক হিসেবে মনোজ তেওয়ারি ও অশোক দিন্দার সই করা ব্যাট ও উপহার হিসেবে ব্যাগ তুলে দেওয়া হয়। হাজির ছিলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি, যুগ্মসচিব অভিষেক ডালমিয়া, উৎপল চ্যাটার্জি, শ্রীবৎস গোস্বামীরাও। সৌরভ বলেন, '‌রবিবার ছিল সিএবি–র প্রতিষ্ঠা দিবস ও ফ্র‌্যাঙ্ক ওরেল দিবস। কলকাতায় একটা অনুষ্ঠানের জন্য ফ্র‌্যাঙ্ক ওরেল দিবস একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। সোমবার বিশ্ব ক্যান্সার দিবস। আমরা দুটি সংস্থার ক্যান্সার আক্রান্ত রোগীদের সঙ্গে সময় কাটাতে পেরে গর্বিত।'‌ ক্যান্সার আক্রান্ত রোগীরা যেভাবে হাসিমুখে জীবনযুদ্ধে লড়াই করছেন, তাঁদের আরও উৎসাহিত করেন সৌরভ। অনুষ্ঠানে কল্যাণ সেন বরাটের তত্ত্বাবধানে সঙ্গীত পরিবেশন করে ক্যালকাটা কয়ার। এরপর ফ্র‌্যাঙ্ক ওরেলের ছবিতে মাল্যদান করেন সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া–‌সহ সিএবি কর্তারা। এবছর রক্তদাতাদের কোহলির স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে।