রাজ্যের প্রত্যেক শিল্প সংস্থাকে ৭০% স্থানীয় যুবক নিয়োগ করতে হবে


নয়া পদক্ষেপ। রাজ্যের বেকাররত্বের সমস্যা মেটাতে এবং স্থানীয়দের রাজ্যের বাইরে যাতে কর্মসংস্থানের খোঁজে যেতে না হয়, তা সুনিশ্চিত করতে আরও এক ধাপ এগলো মধ্যপ্রদেশে কমল নাথ সরকার। সোমবার সরকারের তরফে জানানো হল রাজ্যের যে কোনও রাজ্য সরকারের অধীনে থাকা প্রত্যেক শিল্পে ৭০ শতাংশ স্থানীয় যুবককে কাজের সুযোগ দেওয়া বাধ্যতামূলক।

মুখ্যমন্ত্রী কমল নাথ ট্যুইট করে জানান, ম্যানিফেস্টোতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কার্যকর করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

শিল্প দফতরের প্রধান সচিব মহম্মদ সুলেমান জানিয়েছেন, 'রাজ্যের নতুন শিল্পী নীতি অনুযায়ী, যদি কোনও সংস্থা রাজ্য সরকারের থেকে সুবিধে এবং ইনসেনটিভ নিতে চায়, তাহলে অন্তত ৭০ শতাংশ স্থানীয় যুবককে কাজের সুযোগ দিতে হবে। সরকার প্রদত্ত কোনও সুযোগ-সুবিধে নিতে অস্বীকার করে এখনও পর্যন্ত যেহেতু কোনও প্রস্তাব আসেনি, ফলে রাজ্যের প্রত্যেক শিল্প সংস্থাকেই বাধ্যতামূলকভাবে এই নিয়ম মেনে চলতে হবে।'

আগামী ১৯ ফেব্রুয়ারি শিল্পপতিদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কমল নাথ। আলোচনা করা হবে রাজ্যে বিনিয়োগ এবং যুব কর্ম সংস্থান নিয়ে।