ডাকাতির পর দেহ টুকরো করে বীভৎস খুন দিল্লিতে, গ্রেফতার লিভ-ইন করা দম্পতি


লিভ ইনের সম্পর্কে থাকা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতি ও এক উবার ড্রাইভারকে খুনের ঘটনায় অভিযুক্ত তারা। রবিবার গ্রেফতার করা হয়েছে ফারহাত আলি (৩৪) ও তার স্ত্রী সীমা শর্মাকে (৩০)।

নয়াদিল্লির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। নিহতের নাম রাম গোবিন্দ। ডেপুটি পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য একথা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি। পূর্ব দিল্লির শাকারপুর এলাকার বাসিন্দা রামের স্ত্রী পুলিশে স্বামীর নিখোঁজ ডায়েরি করেন। রাম পেশায় উবার চালক বলেও পুলিশকে জানান।

পুলিশ তদন্তে নেমে মোবাইল জিপিএস ট্র্যাকিং করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। জেরায় দুজনে জানিয়েছে, রামের থেকে সবকিছু ডাকাতি করে পরে নিজেদের বাড়ি নিয়ে গিয়ে তাকে খুন করা হয়। পরে দেহ টুকরো টুকরো করে কেটে ড্রেনে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতির টাকার প্রয়োজন ছিল। রামকে লুট করে নিজেদের আর্থিক সমস্যা সমাধানের কথা ভেবেই এই অপরাধ করেছে দুজনে।