এনআরসি নিয়ে গড়িমসি করছে কেন্দ্রই, মোদী সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই চায় না জাতীয় নাগরিকপঞ্জীর কাজ ঠিকভাবে চলুক। এক একবার ভিন্ন গল্প হাজির করে চলেছে কেন্দ্র। যার ফলে গোটা প্রক্রিয়া থমকে যাচ্ছে। এই বলে নরেন্দ্র মোদী সরকারকে কার্যত ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।

এদিন আদালত এনআরসি নিয়ে অস্পষ্টতা কাটিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন ও নাগরিকপঞ্জী তৈরির কাজ একসঙ্গে চলবে। এর পাশাপাশি অসমে কেন্দ্রীয় বাহিনী সরানোর যে আবেদন করা হয়েছিল, তাও আদালত এদিন খারিজ করে দিয়েছে।

কেন্দ্র আবেদন জানিয়েছিল নির্বাচনের ডিউটির কারণে আধাসেনাকে দুই সপ্তাহের জন্য কাজে না নামানোর জন্য। শীর্ষ আদালত সেই আবেদনই খারিজ করে দিয়েছে। জানিয়েছে, এনআরসির কাজ করার আরও হাজার একটা পন্থা রয়েছে। তাই যেকোনও মূল্যেই হোক, এনআরসি-র কাজ চলবে। সরকারের এই ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত।