‌বিজেপিতে যোগ দিয়ে সরাসরি মমতা‌কে আক্রমণ ভারতী ঘোষের


লোকসভা ভোটের আগে দলবদলের রাজনীতিতে গা ভাসালেন রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। মুকুল রায় এবং কৈলাস বিজয় বর্গীয়ের উপস্থিতিতে সোমবার বিজেপিতে যোগ দেন তিনি। প্রাক্তন এই আইপিএস অফিসার পশ্চিমবঙ্গের পশ্চিমে মেদিনীপুরের পুলিস সুপার ছিলেন। সোমবার বিজেপিতে যোগ দেওয়ার পরেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন ভারতী। একসময় যাঁকে '‌মা'‌ বলে ডাকতেন তিনি তাঁর বিরুদ্ধে বিষোদগার করে বলেছেন সত্যাগ্রহ নয় অসত্যাগ্রহ আন্দোলন করছেন মমতা।

দাশপুরে সোনা লুঠ মামলায় মূল অভিযুক্ত ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারের পদ থেকে অপসারণ করার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতী হয় ভারতীর। এই মামলায় ভারতী ঘোষের স্বামীও জড়িত ছিলেন বলে অভিযোগ। তাঁকেও রাজ্যপুলিসের পক্ষ থেকে জেরা করা হয়। সেই ঘটনার পর থেকেই বিকল্প কোনও রাজনৈতিক আশ্রয়ের সন্ধানে ছিলেন তিনি।