কাশ্মীরি পণ্য বয়কট করার দাবি জানিয়ে ফের বিতর্কে রাজ্যপাল


শিলং: তাঁর উত্তেজক মন্তব্য বরাবর থেকেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷ তিনি মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়৷ বিতর্ক আর তথাগত সমার্থক শব্দ হয়ে উঠেছে৷ সেই তিনি পুলওয়ামার ঘটনা নিয়ে মন্তব্য করে ফের বড় বিতর্ক বাঁধিয়েছেন৷ এবার খোলাখুলিভাবে কাশ্মীরি পণ্য বয়কট করার দাবি জানালেন তথাগত রায়৷ এমনকী হিন্দু তীর্থযাত্রীদের অমরনাথ না যাওয়ার নিদান দিয়েছেন৷

মেঘালয়ের রাজ্যপালের মন্তব্য সব মহলে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে৷ বিশেষজ্ঞ মহলের মতে, ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ৷ এটা বিভাজনের রাজনীতি করার সময় নয়৷ বরং ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে এসে দাঁড়ানোর সময়৷ নিন্দা করেছেন জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা৷

একধাপ এগিয়ে মেহবুবা মুফতি তথাগত রায়কে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান৷ ট্যুইট করে মুফতি লেখেন, অত্যন্ত নিন্দনীয় মন্তব্য৷ কেন্দ্রীয় সরকারের উচিত তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার৷ যদি কেন্দ্র তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে রাজ্যপালের মন্তব্যকে তারাও সমর্থন জানাচ্ছে৷ ভোটের আগে পরিস্থিতির ফায়দা বিজেপিকে পাইয়ে দিতে এই মন্তব্য৷
 
পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পর কাশ্মীর যাওয়া আপাতত বন্ধ রাখতে বলেছেন তথাগত রায়৷ অন্তত দু'বছর অমরনাথ যাত্রা বন্ধ থাক৷ প্রতি বছর শীতকালে কাশ্মীর থেকে ব্যবসায়ীরা দেশের নানা প্রান্ত শীতকালীন পোশাক বিক্রি করতে যান৷ সেই কাশ্মীরি ব্যবসায়ীদের কাছ থেকে কোনও পণ্য না কেনার নিদান দিয়েছেন৷ এককথায় কাশ্মীরের সব কিছুকে বয়কট করার দাবি জানান মেঘালয়ের রাজ্যপাল৷