ভোটের মুখে বিজেপি সরকারের বিড়ম্বনা বাড়িয়ে পথে ৫০ হাজার কিষাণ


মুম্বই: এক বছর কেটে গিয়েছে৷ কিন্তু কিষাণদের দেওয়া অধিকাংশ প্রতিশ্রুতি রাখেনি মহারাষ্ট্রের বিজেপি সরকার৷ তাই আরও একবার সেই বিক্ষোভ মিছিলের পথে নামতে চলেছেন রাজ্যের কৃষকরা৷ মহারাষ্ট্রের ৫০ হাজার কৃষক সেই মিছিলে সামিল হবেন৷ উদ্দেশ্য লোকসভা ভোটের আগে সরকারকে কিষাণদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া৷

রাজ্যের ২৩টি জেলা থেকে কৃষকরা সামিল হবেন এই পদযাত্রায়৷ যা শুরু হবে ২০ ফেব্রুয়ারি বুধবার থেকে৷ এদিন নাসিক থেকে পদযাত্রায় নামবেন কৃষকরা৷ এরপর বিভিন্ন জেলা ঘুরে ২৭ ফেব্রুয়ারি পৌঁছবে মুম্বই৷ সেখানে হবে বিক্ষোভ সমাবেশ৷ অল ইন্ডিয়া কিষাণ সভার দাবি, কৃষকদের ঋণ মকুব করতে হবে৷ ফসলের সহায়ক মূল্য বাড়াতে হবে৷ পাশাপাশি কৃষকদের পেনসন সহ নানা সুযোগ সুবিধা দিতে হবে৷

পদযাত্রা শুরুর আগে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ আনে অল ইন্ডিয়া কিষাণ সভা৷ সংগঠনের তরফে জানানো হয়, রাজ্য সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে৷ এক বছর কেটে গিয়েছে৷ কিন্তু কোনও প্রতিশ্রুতি পূরণ হয়নি৷ তাই রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পদযাত্রা৷
 
গত বছর মার্চ মাসে অল ইন্ডিয়া কিষাণ সভার ব্যানারে ৩৫ হাজার কৃষক লং মার্চে সামিল হয়৷ নাসিক থেকে শুরু হয়ে সেই পদযাত্রা শেষ হয় মুম্বইতে৷ মূলত দাবি ছিল কৃষঋণ মকুব ও ফসলের সহায়ক মূল্য বাড়ানো৷ তাছাড়া তারা মুম্বই-আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রজেক্টের বিরোধীতা করেন৷ তাদের বক্তব্য, ওই প্রজেক্টের জন্য বহু চাষযোগ্য জমি বেহাত হবে কৃষকদের৷

এর পাশাপাশি ওড়িশায় নব নির্মাণ কৃষক সংগঠন ২১ ফেব্রুয়ারি রাজ্যে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে৷ লোকসভা ভোটের আগে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে কৃষক অসন্তোষ৷ এর ফল কী হতে পারে তা তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে টের পেয়েছে বিজেপি৷ তাই কৃষক অসন্তোষের ক্ষতে প্রলেপ কী ব্যবস্থা নেয় বিজেপি সরকার সেটাই দেখার৷