টানা ৯দিন পতনের পর ঘুরে দাঁড়াল সেনসেক্স


মু্ম্বই: গত ৯টি লেনেদেনের দিন শেয়ারবাজারে পতনের আজ ঘুরে দাঁড়াল সেনসেক্স নিফটি৷ এদিন সেনসেক্স গতদিনের তুলনায় ৪০৩.৬৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ৩৫,৭৫৬.২৬ পয়েন্ট৷ পাশাপাশি নিফটি এদিন ১৩১.১০ পয়েন্ট উঠে অবস্থান করছে ১০,৭৩৫.৪৫ পয়েন্টে৷

এদিকে এদিন সকালেই সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছেন রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানি৷ আদালত অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি৷ শীর্ষ আদালত এদিন স্পষ্টতই জানিয়ে দেয় তিন মাসের মধ্যে ৪৫০ কোটি টাকা মেটাতে হবে অনিল আম্বানিকে৷ এই সময়ের মধ্যে টাকা ফেরাতে না পারলে তাঁকে জেলে যেতে হবে বলে জানান বিচারপতি নরিম্যান ও বিচারপতির বিনীত সরনের ডিভিশন বেঞ্চ৷ এরিকশন ইন্ডিয়ার ৪৫০ কোটি টাকা বকেয়া মেটানো নিয়ে এই মামলা৷আদালতের এই রায়ের পর বুধবার অনিল ধীরুভাই অম্হানি গ্রুপের শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ নেমে যায়৷

বাজার বিশেষজ্ঞদের মতে, গত নদিন ধরে বাজার নামার পিছনে বেশ কয়েকটি ঘরে বাইরের ঘটনার প্রভাব রয়েছে। বিশেষত আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য বৈঠক শুরু হলেও ইউরোপের বেশ কয়েকটি আর্থিক পরিসংখ্যান ইতিবাচক না হওয়ার প্রভাব পড়েছে গোটা বিশ্বের স্টক এক্সচেঞ্জগুলিতে। এদিকে আবার পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে উপমহাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে । তবে এদিন আবার ফের এশিয়ার শেয়ার বাজারে ইতিবাচক সাড়া ৷