স্টেটাস দেওয়ার আগে সাবধান! সতর্ক করল CID


কলকাতা: রাজ্যবাসী কে মোমো-র ফাঁদ থেকে বাঁচতে সতর্কতা জারি করল সিআইডি ৷ এরপর সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করেও এই সতর্ক বার্তা দেওয়ার পরিকল্পনা করছেন সিআইডি কর্তারা ৷ বিগত কয়েকদিনে মোমো-র জাল ছড়াচ্ছে এই রাজ্যেও ৷

ইতিমধ্যেই এই খেলার জেরে প্রানও হারিয়েছে এক রাজ্যবাসী ৷ কার্শিয়াং,দক্ষিণ দিনাদপুর, বেলডাঙা, জলপাইগুড়ি, মহিষাদলের পর এবার কলকাতাতেও ছড়িয়েছে এই জাল ৷ ঘটনার তদন্তও শুরু করেছেন সিআইডি-র গোয়েন্দারা ৷ তবে এই খেলার ফাঁদ থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন সিআইডি কর্তারা ৷ ডিআইজি সিআইডি অপারেশন নিশাদ পরভেজ জানান, "মোমো-র তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে সাধারন মানুষ কেউ সাবধান থাকতে বলছি আমরা ৷ এই ধরনের অপরিচিত লিংক এড়িয়ে চলুন ৷ এই ধরনের লিংক পেলেই সময় নষ্ট না করে পুলিশ কে জানান ৷ পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে৷"

এক অভিযোগকারী জানিয়েছেন , "তার মোবাইলে হঠাৎ একটা অপরিচিত লিংক আসে ৷ সেই লিংকের সূত্র ধরেই মোমো-র এই মমির ছবি উঠে আসে আমার ফোনে ৷ তখনই বুঝতে পারি আমাকে এই ভয়ানক খেলার টার্গেট করা হচ্ছে ৷ সময় নষ্ট না করে পুলিশের দ্বারস্থ হই আমি ৷ তৎক্ষনাত পুলিশ তদন্ত শুরু করে।" মোমোর আতঙ্কে কাবু রাজ্য সহ গোটা দেশ ৷ তবে এই জাল থেকে বাঁচবেন কীভাবে তার পরামর্শ দিচ্ছেন সিআইডি-র সাইবার বিভাগের কর্তারা-
 
*আপনার ফোনে আসা যে কোনও অপরিচিত লিংক এড়িয়ে চলুন

*সোশ্যাল মিডিয়াতে কোনও পোস্ট বুঝে করুন

*সোশ্যাল মিডিয়েতে স্টেটাস দেওয়ার সময় সাবধান থাকুন

*মেল আইডি বা যে কোনও নিজের সোশ্যাল আইডি-র পাসওয়ার্ড বদলাতে থাকুন

*সন্দেহজনক কিছু বুঝলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করুন

*অপরিচিত লিংক বা সন্দেহজনক লিংক দেখা মাত্রই সেটি কে ব্লক করুন