টেলারিং ও বিউটিশিয়ান কোর্সের মাধ্যমে মহিলাদের স্বনির্ভরতার পাঠ দিচ্ছে প্রশাসন


সরকারি ঋণ নিয়ে গ্রামের মহিলাদের নিজস্ব দোকান খোলারও ব্যবস্থা করা হচ্ছে। আসানসোলের রানিগঞ্জ ব্লকের তিরাট, চেলদ, জেমারি গ্রামের মহিলারা স্বনির্ভরতার রাস্তায় হাঁটছেন।

আসানসোল: গ্রামের মহিলাদের টেলারিং ও বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে প্রশাসন। এমনকী মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতায়াতের খরচও। সরকারি ঋণ নিয়ে গ্রামের মহিলাদের নিজস্ব দোকান খোলারও ব্যবস্থা করা হচ্ছে। আসানসোলের রানিগঞ্জ ব্লকের তিরাট, চেলদ, জেমারি গ্রামের মহিলারা স্বনির্ভরতার রাস্তায় হাঁটছেন।

কেউ কেউ জানতেন সেলাইয়ের কাজ। কীভাবে মনের মত পোশাক বানাতে হয়, ওঁদের অনেকেরই জানা। ছোটখাট এ-ফোঁড়, ও-ফোঁড় তো হাতের মুঠোতেই। অনেক মহিলা আবার ঘরোয়া রূপচর্চায় পারদর্শী। চুল কাটা বা বিভিন্ন বিউটি ট্রিটমেন্টে জানতেন। শুধু সামর্থ্যের অভাব ছিল। কোনও রাস্তায় সাফল্য আসবে তাও জানা ছিল না। সেই রাস্তাই খুঁজে দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের উদ্যোগে গ্রামের মহিলাদের টেলারিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও বিউটিশিয়ান কোর্সেরও প্রশিক্ষণ দিয়েছে রানিগঞ্জ ব্লক প্রশাসন।

সরকারি উদ্যোগে প্রশিক্ষণ
- টেলারিং ও বিউটিশিয়ান কোর্সে প্রশিক্ষণ
- ২০০ মহিলাকে ২-৩ মাস ধরে প্রশিক্ষণ
- জেমারি, চলবলপুর, বেলিয়াবাথান গ্রামের ৬০ মহিলাকে টেলারিং-এর প্রশিক্ষণ
- মোট ৪৮ দিনের টেলারিং প্রশিক্ষণ
-তিরাট, চেলদ গ্রামের মহিলাদের বিউটিশিয়ান কোর্সে প্রশিক্ষণ

সংসারের দায়িত্ব সামলে স্বনির্ভর হওয়ার পাঠ পেয়েছেন মহিলারা। প্রশিক্ষণ পেয়ে হাতে-কলমে কাজ শিখছেন। রূপচর্চা করাতে আসছেন আশপাশের অনেকেই। গ্রামীণ মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে রাজ্য সরকার। প্রশিক্ষণ করার সময় যাতায়াতের খরচ এর ব্যবস্থাও করেছে ব্লক প্রশাসন। প্রশিক্ষণ শেষ হওয়ার পর ঋণও পাচ্ছেন মহিলারা। টেলারিং ও বিউটিশিয়ান কোর্সে প্রশিক্ষণ নিয়ে মহিলারা ডানা মেলছেন স্বনির্ভরতার আকাশে।