ফের অনাথ আশ্রমের শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ


চেন্নাই: বিহারের মুজজফপুর কাণ্ডের ছায়া চেন্নাইতে৷ অনাথ আশ্রমের শিশুদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শনিবার আরও একজন ধরা পড়ে পুলিশের জালে৷ অন্যদিকে ওই আশ্রমের ২৬ জন নাবালক ও নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয় তিরুভাল্লুর সরকারি হাসপাতালে৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগবে৷ রিপোর্ট আসার পর সেটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে৷ ওই ২৬ জন ছাড়া আশ্রমের আরও কোনও শিশু যৌন হেনস্থার শিকার কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ এদিকে আশ্রমের ওয়ার্ডেন বাবু স্যামুয়েলকে গ্রেফতার করা হয়েছে৷ যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসার পর পালিয়ে যায় সে৷ তার বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ আনে আশ্রমের কয়েকজন নাবালিকা৷

বৃহস্পতিবার আশ্রমের চার নাবালিকা সবার অলক্ষ্যে পুলিশের কাছে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে৷ পুলিশের কাছে অভিযোগে তারা জানায়, স্কুলের একটি অনুষ্ঠানে এক কর্মী ও ওই ওয়ার্ডেন তাদের উপর যৌন নিগ্রহ করে৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসকও৷ এরপরই আশ্রমের যৌন নিগ্রহের খবর প্রকাশ্যে আসে৷
 
সঙ্গে সঙ্গে পুলিশ আশ্রমে হানা দেয়৷ ট্রাস্টি টি জেকব(৬৪), তাঁর স্ত্রী বিমলা জেকব(৫৯), আশ্রমের কর্মী ডি ভাস্কর (৩৯) ও আর মুথু (২৭) নামে চারজনকে গ্রেফতার করে৷ তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়৷ জানা গিয়েছে, ওই আশ্রমে ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৪৮ জন আবাসিক থাকে৷ সকলেরই বয়স ১৮র নিচে৷