অটো দৌরাত্ম্য রুখতে আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে


কলকাতা: অটো দৌরাত্ম্য রুখতে নয়া পদক্ষেপ ৷ আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে । সকাল ছ'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চলবে এই সরকারি বাস ।

লাগামছাড়া অটো ভাড়া ৷ উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভের ভাড়া মাত্র ২৫ টাকা ৷ কিন্তু যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা অবধি ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে ৷ যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হয় যাত্রীরা ৷ অফিস টাইমে বিপাকে পড়েন অফিস যাত্রীরা ৷

অবশেষে, সমস্যার সমাধানে এগিয়ে এল রাজ্য সরকার ৷ অটোর উপর নির্ভরতা কমাতে অফিস টাইমে পাঁচ মিনিট অন্তর চলবে বাস ৷ বাকি সময়ে ১০ মিনিট অন্তর বাস চলবে ৷ এর মধ্যে রয়েছে বেশ কিছু এসি বাসও ৷ পরিবহণ দফতরের ওয়েবসাইটে নয়া বাসের টাইম টেবিল দেখা যাবে ৷ রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগের জেরে খুশি যাত্রীরা ৷

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, সাঁপুরজি, ইকোস্পেসের মতো রুটগুলিতে এই পরিষেবা দেওয়া হবে ৷ পরিবহণ দফতরের কর্তারা জানান, উল্টোডাঙা থেকে ভোর ছ'টায় প্রথম বাস সল্টলেক যাবে ৷ সেক্টর ফাইভ থেকে প্রথম বাস উল্টোডাঙার দিকে আসবে সকাল সাত'টায়।