‘পালাবার আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন মালিয়া’


লন্ডন: চারদিনের বিদেশ সফরে গিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ প্রত্যেক বার তাঁর নিশানায় বিজেপি, আরএসএস ও মোদী সরকার৷ সাম্প্রতিক বোমা ফাটালেন বিজয় মালিয়াকে নিয়ে৷ সোনিয়া পুত্রের দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন লিকার ব্যারন বিজয় মালিয়া৷

তবে কোন কোন বিজেপি নেতার সঙ্গে দেখা করেন বিজয় মালিয়া তা রাহুল অবশ্য খোলসা করেননি৷ লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই দাবি করেন কংগ্রেস সভাপতি৷ বলেন, ''দেশ ছাড়ার আগে মালিয়া বিজেপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন৷ এটার প্রমাণ আছে৷ কিন্তু আমি কারোর নাম নেব না৷'' তাৎপর্যপূর্ণ ন'হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার দায়ে অভিযুক্ত মালিয়া এখন লন্ডনে আছেন৷ ২০১৬ সালের মার্চ মাসে দেশ ছাড়েন তিনি৷ আশ্রয় নেন ব্রিটেনে৷

মালিয়াকে ফিরিয়ে আনতে শুরু হয়েছে প্রত্যপর্ণ মামলা৷ সিবিআইয়ের দায়ের করা সেই মামলাকে ব্রিটিশ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন বিজয় মালিয়া৷ জানান, ভারতীয় জেল থাকার উপযুক্ত নয়৷ পর্যাপ্ত আলো, বাতাস নেই৷ ব্যক্তিগত শৌচালয়ও থাকে না৷ পাল্টা ব্রিটিশ আদালতকে সিবিআই জানিয়েছে যে আর্থার জেলের যে সেলে মালিয়াকে রাখা হবে সেখানে টেলিভিশন, ব্যক্তিগত শৌচালয়ের ব্যবস্থা থাকবে৷ পর্যাপ্ত আলো বাতাসও থাকবে৷ ভিডিওর মাধ্যমে জেলের ওই সেলের ছবি আদালতকে দেখানো হয়৷
 
এ দিকে মালিয়াকে জেলে বিশেষ সুবিধা দেওয়া নিয়েও কটাক্ষ করেছেন রাহুল৷ ভারতীয় জেল থাকার জন্য 'কঠিন জায়গা' মেনে নিয়েও তিনি বলেন, ''মালিয়ার মতো লোকেদের মতো ভারতের জেল ঠিক আছে৷'' এর পাশাপাশি ব্যাংক প্রতারণার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের প্রতি মোদী সরকার একটু নরম বলে কটাক্ষ করেন তিনি৷ জানান, বিজয় মালিয়া, নীরব মোদী ও মেহুল চোকসি যারা কোটি কোটি টাকা ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িত তাদের প্রতি মোদী সরকার ক্ষমাশীল৷ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয় নি৷