আপনার ৫০০ টাকার নোট কি বেকায়দায় ছিঁড়ে গিয়েছে ? নোটটি বদলে ফেলুন এই সহজ কিছু উপায়ে


বাস কিংবা ট্রেন কিংবা বাজার ৷ হামেশাই ছেঁড়া-ফাটা নোটের সমস্যায় পড়ি আমরা ৷ যখন সেই ছেঁড়া নোটটা নিই আমরা ৷ অনেকসময়ই আমাদের চোখ এড়িয়ে যায় ৷ যার জেরে পরে গিয়ে ভুগতে হয় ৷ কীভাবে সেই নোট বদল করবেন ৷ সেই নিয়ে চিন্তায় পড়ে যান সকলে ৷ কিন্তু সেই নোট বদল করার নিয়ম রয়েছে বেশ কিছু ৷ খুব সহজেই এই নোটগুলি আপনি বদলে ফেলতে পারেন ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকেই রয়েছে ৪টি খুব সহজ নিয়ম ৷ কোনওরকম ঝক্কি ছাড়াই বদলে ফেলুন আপনার ছিঁড়ে যাওয়া নোটগুলি ৷

১) কোন কোন নোট একেবারেই বদলানো যায়না ৷ সেই বিষয়টি আগে জেনে নিন ৷ কোনও কোনও নোট একেবারে আগুনে যদি জ্বলে যায় ৷ কিংবা ছিঁড়ে টুকরো টুকরো টুকরো হয়ে যায় ৷ তবে, সেই নোট একেবারেই বদলানো যাবে না ৷ এই সমস্ত নোট শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে যেতে পারে ৷ এর পাশাপাশি যদি ওই নোটগুলিতে কোনও রাজনৈতক বার্তা লেখা থাকে কিংবা ব্যাঙ্ক কর্মীদের যদি মনে হয় আপনি ওই নোটটি ইচ্ছেকৃতভাবে ছিঁড়েছেন ৷ তবে, সেই নোটগুলি বদল করা সম্ভব নয় ৷

২) আরবিআই-এর নিয়ম অনুসারে, আপনি আপনার নিকটতম কোনও ব্যাঙ্ক থেকেই ছেঁড়া নোট বদলাতে পারেন ৷ তবে, শর্ত একটাই ৷ ওই সমস্ত নোটগুলি একেবারেই নকল হওয়া চলবে না ৷ খুব সহজেই তাই আপনি ওই নোটগুলি বদলে আনতে পারেন ৷ এর জন্য অতিরিক্ত কোনও চার্জও লাগবে না ৷ শুধুমাত্র যে ব্যাঙ্ক থেকে আপনি নোট বদলাতে চান ৷ সেই ব্যাঙ্কে যাতে আপনার অ্যাকাউন্ট থাকে ৷ সেটি খেয়াল রাখবেন ৷ তাহলে ব্যাঙ্ক আপনার নোট নিতে বাধ্য থাকবে ৷

৩) ছেঁড়া নোট দিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন জলের বিল, বিদ্যুতের বিল, বাড়ির ট্যাক্স বা অন্য যেকোনও ট্যাক্স দিতে পারবেন আপনি ৷

৪) আপনি একবারে পাঁচটি ছেঁড়া নোট বদলাতে পারবেন ৷ সেই ছেঁড়া নোট জমা দেওয়ার পরই আপনাকে রিসিপ্ট দেওয়া হবে ব্যাঙ্কের তরফ থেকে ৷ সেই সমস্ত ছেঁড়া নোটের পরিবর্তে আপনাকে ব্যাবহারযোগ্য নোট একমাসের মধ্যেই দেওয়া হবে ৷

  ৫) তবে, আপনি যদি অনেক বেশি পরিমাণে 'বাতিল নোট' নিয়ে এসে পরিবর্তনের চেষ্টা করেন ৷ তবে, নোটের নম্বর ও মূল্য লিখে সেটি ব্যাঙ্কের ডেপুটি বা জেনারেল ম্যানেজারকে জানানো হতে পারে ৷ প্রয়োজনে পুলিশেও অভিযোগ জানানো হতে পারে ৷