সারদা কাণ্ডে 'বাড়ছে' সিবিআই-চাপ! এবার ৬ তদন্তকারী অফিসারকে তলব


সারদাকাণ্ডে এবার ছয় তদন্তকারী অফিসারকে জেরা করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে খবর এমনটাই। এর আগে ৪ আইপিএসকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। যদিও কেউই তাতে হাজির দেননি।

সারদাকাণ্ডে তদন্তকারী অফিসার বিধাননগর পুলিশের তৎকালীন ডিসি ডিডি অর্ণব ঘোষ ছাড়াও তদন্তকারী আধিকারিক দিলীপ হাজরা, শঙ্কর ভট্টাচার্য, দেবনাথ বন্দ্যোপাধ্যায়, প্রভাকর নাথ, পিনাকী রায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডিআইজি সিআইডির কাছে ইমেল করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এডিজি সিআইডি সঞ্জয় সিংহ জানিয়েছেন, তিনি এবিষয়ে কিছু জানেন না।

সিবিআই সূত্রে খবর, সারদা তদন্তে এই ছয়জন একেবারে প্রথমের দিকে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে বারবার গিয়েছেন। সেখান থেকে কাগজপত্র, সিডি, পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছেন। সিবিআই-এর তরফে অভিযোগ, সেই সংক্রান্ত অনেক নথিই তাদের হাতে তুলে দেওয়া হয়নি। সিবিআই-এর তরফে সুপ্রিম কোর্টে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় সিট-এর আধিকারিকরা লাল ডায়েরি বাজেয়াপ্ত করেছিল বলে জানিয়েছিলেন এই কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ও।

এর আগে সারদা কাণ্ডে ৪ আইপিএসকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিজিকে ইমেল পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে খবর এমনটাই। ২১ থেকে ২৪ অগাস্টের মধ্যে আইপিএস-দের হাজিরার কথা থাকলেও, কেউই হাজিরা দেননি।

সারদা কাণ্ডের তদন্তে ২০১৩-র মে মাসে সিট গঠন করতে চেয়ে গেজেট নোটিফিকেশন জারি করেছিল রাজ্য সরকার। তাতে ১২ জন আইপিএস-এর নাম ছিল। যার প্রথম চারজন ছিলেন, সিট-এর দায়িত্বে থাকা বর্তমানে কলকাতার কমিশনার রাজীব কুমার, বর্তমানে অতিরিক্ত কমিশনার বিনীত গোয়েল, বর্তমানে রেলের আইজির দায়িত্বে থাকা তমাল বসু এবং বর্তমানে অবসরপ্রাপ্ত পল্লবকান্তি ঘোষ। ২০১৪-তে পল্লবকান্তি ঘোষ ছিলেন জয়েন্ট সিপি ক্রাইম।

সিবিআই সূত্রের খবর, বেশ কিছু মিসিং লিঙ্কের সন্ধান করছেন তারা। যা না হলে সারদা কাণ্ডের তদন্ত সম্পূর্ণ করা যাচ্ছে না। সেই সংক্রান্ত কাজের জন্য এই সব তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদ জরুরি।