রাখি বন্ধনের আহ্বান 'ভাই' মোদীর কাছে! দেশে অত্যাচার নিয়ে আওয়াজ তুলুন, আবেদন 'বোন' করিমার


রাখি বন্ধন উপলক্ষে নরেন্দ্র মোদীকে ভাই বলে সম্বোধন করলেন বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের নেত্রী করিমা বালুচ। বালুচিস্তানে তাঁদের ওপর অত্যাচার এবং সেখানে গণহত্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়, সেই বিষয়টিও আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার আহ্বান জানিয়েছেন করিমা বালুচ।

বালুচিস্তানের বোনেরা তাঁকে ভাই বলেই মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এমনটাই বললেন বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের নেত্রী করিমা বালুচ। তাঁরা আশা করেন, বালুচিস্তানের গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক ফোরামে মুখ খুলবেন নরেন্দ্র মোদী। বোনেদের কথা তুলে ধরবেন। কেননা সেদেশে বোনেদের ভাইরাই নিরুদ্ধেশ। এপ্রসঙ্গে করিমা বালুচ ভিডিও বার্তা দিয়েছেন।

করিমা বালুচের অভিযোগ, পাকিস্তানের সেনা এই ভাইদের অনেককেই হত্যা করেছে। অনেকে নিখোঁজ কিংবা তাঁদেরকে হত্যা করা হয়েছে। যদিও বোনেরা অপেক্ষায় রয়েছে যদি ভাইরা ফিরে আসে। তাঁদের মধ্যে অনেকেই কোনও দিনও ফিরবে না। জানিয়েছেন করিমা বালুচ।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বালুচিস্তান, গিলগিট কিংবা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছিলেন, তাঁর (নরেন্দ্র মোদী) মঙ্গলকামনা করায়।

সম্প্রতি এক সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সময় এসেছে, পাকিস্তানকে বালুচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের ওপর অত্যাচারের জন্য জবাব দিতে হবে।

বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের প্রথম মহিলা নেত্রী হলেন করিমা বালুচ। বর্তমানে কানাডা থেকে এই সংগঠনের কাজ চলে। পাকিস্তান সেনার চোখে ধুলো দিয়ে করিমা বালুচ কানাডায় পৌঁছেছেন বলে জানা গিয়েছে।