রাফায়েল চুক্তি: কংগ্রেসের বিরুদ্ধে মানহানির মামলা আম্বানির


আহমেদাবাদ: আগেই সাবধান করেছিলেন৷ নোটিশ পাঠিয়ে কংগ্রেস নেতাদের রাফায়েল চুক্তি নিয়ে ভুলভাল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেছিলেন৷ তাতে কাজ না হওয়ায় এবার রাফায়েল চুক্তি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আইনি পথেই লড়াই শুরু করলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানি৷ কংগ্রেসের মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক ও সম্পাদক জফর আগার বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন তিনি৷ মামলার কারণ প্রসঙ্গে রিলায়েন্সের তরফে জানান হয়েছে, পত্রিকায় রাফায়েল চুক্তি নিয়ে প্রকাশিত একটি খবর মিথ্যাভাবে পরিবেশন করা হয়৷ যা অনিল আম্বানির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে৷

রিলায়েন্সের তরফে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ডে রাফায়েল চুক্তি নিয়ে একটি খবর পরিবেশিত হয়৷ মোদী সরকার রাফায়েল চুক্তি ঘোষণা করার দশ দিন আগে অনিল আম্বানি এই চুক্তি থেকে ফায়দা তুলতে তাঁর রিলায়েন্সের ডিফেন্স সংস্থাকে এগিয়ে দেন৷ সেই খবরকে মিথ্যা ও ভুল তথ্যে ভরা বলে অভিযোগ করে রিলায়েন্স গ্রুপ এবং জানিয়েছে, এতে সংস্থার চেয়ারম্যান অনিল আম্বানির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে৷

এছাড়া আরও একটি মানহানির মামলা দায়ের করেন অনিল আম্বানি৷ দ্বিতীয় মামলাটি গুজরাত কংগ্রেস নেতা শক্তিসিং গোহলির বিরুদ্ধে৷ রাফায়েল চুক্তি নিয়ে অনিলের সংস্থার বিরুদ্ধে 'মানহানিকর' মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মামলা করা হয়৷ এই দুটি মামলা করা হয় রিলায়েন্স গ্রুপের তরফ থেকে৷
 
জানা গিয়েছে, এই দুটি মামলা আহমেদাবাদের সিটি সিভিল কোর্টে দায়ের করা হয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে বিচারক পি জে তমাকুয়ালা ন্যাশনাল হেরাল্ড ও কংগ্রেস নেতার কাছে নোটিশ পাঠিয়েছেন৷ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে৷ জানিয়েছেন আইনজীবী পি এস চাম্পানেরি৷ যিনি কংগ্রেস ও ন্যাশনাল হেরাল্ডের হয়ে এই মামলা লড়ছেন৷