বেকার স্নাতকদের মাসিক ভাতা দেবে অন্ধ্র সরকার


অমরাবতী : বেকার স্নাতকদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারের এই স্কিমে উপকৃত হবে প্রায় ১০ লাখ যুবক যুবতি।

তিনি বলেন, "অন্ধ্রপ্রদেশ সরকার বেকার যুবক যুবতিদের জন্য এই স্কিম চালু করার কথা ঘোষণা করেছে। এধরনের পদক্ষেপ এই প্রথম। এবং সরকারের এই উদ্যোগ সফল হবে বলে মনে করি। প্রায় ১০ লাখ বেকার এর সুবিধে পাবে।"

নারা আরও বলেন, "এই স্কিমে সরকারের খরচ হবে প্রায় ১২০০ কোটি টাকা। একটি পরিবারে যতজন বেকার যুবক আছে ততজনই এই সুবিধে নিতে পারবে। এক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।" তবে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৩৫ বছর বয়স পর্যন্ত বেকারদেরই এই সুবিধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।