এবার ফের বাংলা ছাড়ল TATA


নয়াদিল্লি: টাটা কেমিক্যালস আজ জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের হলদিয়ার সার কারখানাটি বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ সংবাদ সংস্থা জানাচ্ছে টাটা কেমিক্যালস তাদের এই ব্যবসা বিক্রি করে দেওয়া হল নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা ইন্দোরামা হোল্ডিংস বিভি ৮৭২.৮৪ কোটি টাকা৷

কোম্পানি তার রেগুলেটরি ফাইলিংএ জানিয়েছে, ফসফেটিক সারের ব্যবসা বেচে দেওয়া হল এবং পাইকারি এবং বাল্ক এবং নন বাল্ক সারের লেনদেন হবে ইন্দোরামা হোল্ডিংস বিভি অ্যাগ্রোকেমিক্যালস ৷ এজন্য সংস্থা পাচ্ছে ৮৭২.৮৪ কোটি টাকা৷ এই দামের মধ্যে ৫৭২.৭৬ কোটি টাকা নগদে এবং বাকীটা লেটার অফ ক্রেডিট অথবা ব্যাংক গ্যারান্টি মারফত দেওয়া হয়েছে৷ এই বিক্রির প্রক্রিয়া শেষ হলে সংস্থার বিলগ্নিকরণের ফলে ২০১৮ সালের ১জুন থেকে সংস্থার সব ব্যবসা হবে অ্যাগ্রোকেমিক্যালসের মাধ্যমে৷