বিমানের মতো এবার ট্রেনেও বেঁধে দেওয়া হল যাত্রীদের লাগেজের ওজন


নয়াদিল্লি: ছোট ছোট পোঁটলা-পুঁটলি থেকে বিশাল বিশাল ট্রলি-ট্রাঙ্ক, দুই জন লোকের ৩০টা লাগেজ! কোনওমতে সিটের তলায়, মাথার উপর না কুলিয়ে গেলে মায় পাশের কামরাতেও চলে লাগেজের জায়গা ম্যানেজ ৷ এই দৃশ্যের দিন শেষ ৷ ইচ্ছে মতো মালপত্র নিয়ে ট্রেনে ঘোরার দিন এবার শেষ হতে চলেছে ৷
বিমানের মতো ট্রেনেও নির্দিষ্ট হতে চলেছে লাগেজের পরিমাণ৷ এবার থেকে উড়ানের মতো যাত্রীদের আসন প্রতি ব্যাগের সংখ্যা ও লাগেজের ওজন নির্ধারিত করে দিচ্ছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ৷ এসি থেকে স্লিপার ক্লাস, লোকাল থেকে এক্সপ্রেস, যাত্রীপিছু নির্দিষ্ট সংখ্যার বেশি বা অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে আর ট্রেনে ভ্রমণ করা যাবে না ৷

ভারতীয় রেলওয়ে সূত্রে খবর, ১০০ সেমি দৈর্ঘ্য, ৬৫ সেমি প্রস্থ এবং ২৫ সেমি উচ্চতার বেশি মাপের ট্রাঙ্ক বা সুটকেস নিয়ে কোনও যাত্রী ট্রেনে ভ্রমণ করতে পারবেন না ৷ এর থেকে বেশি বড় লাগেজ বহনের জন্য অতিরিক্ত ভাড়া গুণতে হবে যাত্রীকে ৷ এসি-৩ টিয়ার ও এসি টিয়ার কারের ক্ষেত্রে ট্রাঙ্ক বা সুইকেসের সাইজ হতে হবে ৫৫ সেমি দৈর্ঘ্য, ৪৫ সেমি চওড়া এবং ২২.৫ সেমি উচ্চতার মধ্যে ৷

শুধু ব্যাগের মাপ নয়, ওজনও বেধে দিতে চলেছে ভারতীয় রেল ৷

এসি ফার্স্ট ক্লাস- আসন প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৭০ কেজি, ন্যূনতম ১৫ কেজি ৷ অতিরিক্ত মালপত্র নিয়ে যেতে হলে লাগবে অতিরিক্ত ভাড়া ৷

এসি-২ টিয়ার স্লিপার বা ফার্স্ট ক্লাস- আসন প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৫০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ অতিরিক্ত মালপত্র বহনে লাগবে অতিরিক্ত ভাড়া ৷

এসি-৩ টিয়ার স্লিপার বা এসি চেয়ার কার- সর্বোচ্চ বহন করা যাবে ৪০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ ৪০ কেজি পর্যন্ত অতিরিক্ত ওজন অতিরিক্ত চার্জ দিয়ে বহন করা যাবে ৷

স্লিপার ক্লাস- আসন ও যাত্রী প্রতি সর্বোচ্চ বহন করা যাবে ৪০ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷

সেকেন্ড ক্লাস- সর্বোচ্চ বহন করা যাবে ৩৫ কেজি, ন্যূনতম ১০ কেজি ৷ ৭০ কেজি পর্যন্ত অতিরিক্ত ওজন, অতিরিক্ত চার্জ দিয়ে বহন করা যাবে ৷

সিট পিছু নির্ধারিত সংখ্যার বেশি ব্যাগ নিয়ে ট্রেনে যাত্রা করবে ন্যূনতম ৫০ টাকা ভাড়ার অতিরিক্ত দিতে হবে বলে জানিয়েছে রেল ৷ অসুস্থ রোগীদের ক্ষেত্রে অক্সিজেনের মতো মেডিক্যাল ইক্যুপমেন্ট বহনের লাগবে মেডিক্যাল সার্টিফিকেট ৷ ওই সার্টিফিকেট দেখিয়ে রেলের তরফে নিতে হবে বিশেষ অনুমতি৷