বড় খবর! ১২ বছর পর আইসিডিএস-এ নিয়োগ করবে রাজ্য সরকার


প্রায় তিন হাজার শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার।  ইতিমধ্যেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আইসিডিএস সুপারভাইজার পদে ৩৩৭৬ টি শূন্যপদে  লোক নেওয়া হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম স্নাতক উত্তির্ণ হতে হবে। এ ছাড়াও অঙ্গন ওয়ারি কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে নেওয়া হবে। বেতনক্রম, ৭১০০-৩৭৬০০ পর্যন্ত। এছাড়াও অন্য়ান্য ভাতা রয়েছে (গ্ৰেড পে ৩৬০০)।

দীর্ঘ ১২ বছর পর নিয়োগ করা হবে আইসিডিএস পদে। ২০০৭ সালে শেষবার এই পদে নিয়োগ করেছিল সরকার। আইসিডিএস-এ নিয়োগ ছাড়াও বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিষয় উল্লেখ করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কৃষি জমির  খাজনা মকুব করেছিলেন তিনি। এদিন তিনি জানা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন করার ক্ষেত্রে কোনও ফি লাগবে না।

শুধু তাই নয়, এদিন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, পাশাপাশি তৈরি হচ্ছে ২৫টি সাইবার ক্রাইম সেক্টর।  বীরভূমে ৫০ একর জমিতে সোলার প্লান্ট তৈরি হবে বলেও এদিন বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।