ট্রেনের মধ্যে বিস্ফোরণ, চিঠিতে লেখা ‘জইশ-ই-মহম্মদ’


কানপুর: পুলওয়ামার রেশ কাটতে না কাটতেই আবারও জইশ আতঙ্ক দেশে। বুধবার সন্ধেয় কানপুর – ভিওয়ানি কালিন্দি এক্সপ্রেসের জেনারেল কামরায় হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণটি ছোট মাপের হলেও আতঙ্ক ছড়ায় জন মানসে। কারণ ট্রেনের যে কামরায় বিস্ফোরণ ঘটে সেই কামরাতেই পাওয়া যায় হিন্দি ভাষায় লেখা একটি চিঠি। যে চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম।

এদিন সন্ধ্যে ৭ টা বেজে ১০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের কানপুরের কাছে বড়রাজপুর স্টেশনে ঘটনাটি ঘটে। সাধারণ কামরার টয়লেটের একটি অংশে বিস্ফোরণটি ঘটে। ওই স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
 
ট্রেনের সমস্ত কামরাতেই পুলিশ নজরদারি চালাচ্ছে। জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। কোনও রকম ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। আদৌ এই ঘটনার সঙ্গে জইশ যোগ আছে কিনা তা উঠে আসবে তদন্তে। বড়সড় কোনও নাশকতার ছক কষা হয়েছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কানপুরের পুলিশ সুপার সঞ্জীব সুমন বলেন, পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে। তাঁরা আর কোন ঝুঁকি নেবেন না।