সাত ঘণ্টা ধরে জ্বলছে আগুন, মৃত ৪৫


ঢাকা: বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। সাত ঘণ্টা পরও দাউ দাউ করে জ্বলছে আগুন।

ঢাকার চকবাজার এলাকার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
 
বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পিছনের ওই ভবনে আগুন লাগে। রাত ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, 'ফায়ার সার্ভিসের শতাধিক কর্মীসহ অনেকেই এখানে কাজ করছেন। বাংলাদেশবাসীর দোয়া চাইছি, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি।'

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা দেওয়া। আগুন নিয়ন্ত্রনে আসার পর আমরা ঘটনার তদন্ত করব। কেন, কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে জানাতে পারব।'

জানা গিয়েছে, ২০০-রও বেশি ফায়ার ফাইটার্স কাজ করছে সেখানে। জায়গাটা সংকীর্ণ, জলের অভাবও ছিল। এখানে বিভিন্ন ধরণের কেমিক্যাল আছে। বিদ্যুৎ নেই ফলে জেনারেটর লাগিয়ে সার্চ করে দেখা হবে যে ভেতরে কোনও মরদেহ আছে কিনা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন আগুন বলে চীৎকার শুনে ছোট মেয়েকে কোলে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন। সব জিনিসই প্রায় পুড়ে গিয়েছে বলে জানান তিনি।