অনলাইনে পর্ন দেখার দিন শেষ! বন্ধ হল ৮২৭ টি ওয়েবসাইট


নয়াদিল্লি: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ৮২৭ টি পর্ণ ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিল সরকার৷ সূত্রের খবর, উত্তরাখন্ড হাই কোর্টের দেওয়া রায়কে অনুসরণ করেই নির্দেশিকাটি দেওয়া হয়েছে৷ যেখানে উত্তরাখন্ড হাই কোর্ট ৮৫৭ ওয়েবসাইটকে ব্লক করার কথা জানিয়েছিল৷ যার মধ্যে ৩০ টি পোর্টালে কোনরকম পর্ণগ্রাফিক কনটেন্ট খুঁজে পায়নি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি (Meity).

সূত্রের খবর, এরপরই পাশ হওয়া অর্ডারের তালিকাতে থাকা বাকি ৮২৭ টি ওয়েবসাইট ব্লকের নির্দেশ দেওয়া হয় ডিপার্টমেন্ট অফ টেলিকমকে৷ ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের একটি অর্ডারে ডিপার্টমেন্ট অফ টেলিকম জানাচ্ছে, 'Meity এবং হাই কোর্টের দেওয়া রায় অনুযায়ী ৮২৭ টি পর্ণ ওয়েবসাইটকে বন্ধ করার কথা বলা হয়েছে৷' হাই কোর্টের অর্ডারটি ইস্যু করা হয়েছিল ২৭ সেপ্টেম্বর, ২০১৮৷

এর আগেও পর্ণসাইট বন্ধের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল৷ তবে, তা পুরোমাত্রায় সাফল্য পায়নি৷ তবে সরকারের এই নয়া সিদ্ধান্ত কতখানি কার্যকর হবে এখন সেটাই দেখার বিষয়৷ খুব কম বয়সেই অনেকের মধ্যে পর্ণসাইটে আসক্তি তৈরি হতে দেখা গিয়েছে৷ আর, তার থেকে অপরাধমূলক কাজের প্রবণতামূলক ঘটনাও নেহাত কম নয়৷ তাই, সবকিছুকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্তটি নিয়েছে সরকার৷