কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে এবার কাজ করবেন ৪ মন্ত্রী


নয়াদিল্লি: দেশ জুড়ে ক্রমশ প্রকাশ্যে আসা যৌন হেনস্থার ঘটনা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। কিছুদিন আগেই পদত্যাগ করেছেন বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবর। এবার এই ধরনের ঘটনাগুলিকে গুরুত্ব দিতে মন্ত্রীদের নিয়ে বিশেষ কমিটি গঠন করল মোদী সরকার।

নতুন গঠিত কমিটির মাথায় থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নির্দিষ্ট মন্ত্রীদের নিয়ে গঠিত এই কমিটিতে থাকবেন নারী ও শিশুকল্যানমন্ত্রী মানেকা গান্ধি ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও। কমিটিতে থাকছেন সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গদকড়িও।

কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কর্মক্ষেত্রে যে কোনও রকম যৌন হেনস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কমিটি। এর সঙ্গে ইলেকট্রনিক কমপ্লেন বক্সও চালু করাও হয়েছে যেখানে হেনস্থা বিষয়ক অভিযোগ জানানো যাবে। নির্দিষ্ট আইন প্রণয়ন নিয়েও পরামর্শ দেবে এই কমিটি।

হ্যাশট্যাগ মিটু বিতর্কে উত্তাল গোটা দেশ। একের পর এক যৌন হেনস্থার অভিযোগ, বাড়ছে অভিযুক্তের তালিকাও। এবার কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার।