২০২০ সালের মধ্যে দেশ হবে সম্পূর্ণ 4G, দাবি করলেন মুকেশ আম্বানি


নয়াদিল্লি: ভারতের বাজারে রিলায়েন্স জিও-র সৌজন্যে লঞ্চ হতে চলেছে 5G পরিষেবা ৷ রিলায়েন্স সংস্থার সূত্রের খবর, আইআইটি দিল্লি এবং নভি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে একযোগে অনুষ্ঠিত হচ্ছে India Mobile Congress ৷ এই অনুষ্ঠানেই দেখানো হবে 5G পরিষেবার লাইভ ডেমো ৷ সেই অনুষ্ঠানেই উপস্থিত রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি, ভারতীয় এয়ারটেলের চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা সুনীল মিত্তল, টেলিকম কমিশনের চেয়ারপার্সন এবং সেক্রেটারি অরুণা সুন্দর রাজন ৷

আইএমসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ২০২০ সালের মধ্যে পুরো ভারতেই 4G পরিষেবার অধীনে চলে আসবে ৷ নামমাত্র দামে অত্যাধুনিক পরিষেবা দিচ্ছে জিও ৷ দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হচ্ছে এবং দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে ৷

একইসঙ্গে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, মোবাইল ব্রডব্যান্ডের চাহিদার ক্ষেত্রে ভারত ১৫৫ তম স্থানে রয়েছে ৷ গত পাঁচ বছরে দেশে প্রভূত উন্নতি হয়েছে ৷ পাশাপাশি মোদির নেওয়া এক একটি উদ্যোগ দেশে নজির তৈরি করেছে বলে দাবি করেন মুকেশ আম্বানি ৷

এয়ারটেলের চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা সুনীল মিত্তল বলেন, 'বিশ্বের নিরিখে যদি বিচার করা হয়, তাহলে ভারতে মোবাইল ফোনের ব্যবহার সবথেকে বেশি ৷' তিনি আরও বলেন, বিশ্বের দরবারে ভারতে সবচেয়ে বেশী সাশ্রয়ী মূল্যের মোবাইল ডেটা প্ল্যানের চাহিদা বাড়ছে ৷