নির্বাসিত সিবিআই প্রধানের ওপরেই 'নজরদারি'! তারপর যা হল


৪ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হল নির্বাসিত সিবিআই প্রধান অলোক বর্মার দিল্লির বাড়ির বাইরে থেকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ওই চারজন দীর্ঘক্ষণ ধরে বাড়ির দিকে নজরদারি করছিল বলে অভিযোগ।

অভিযুক্তদের ধরে অলোক বর্মার নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা। তাদেরকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। পুলিশ ডেকে অভিযুক্তদের তুলে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, ধৃতরা গোয়েন্দা বিভাগের। তাঁরা অলোক বর্মার ওপর নজরদারি করছিলেন। যাঁকে বুধবার ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নিয়োগ করা হয় নাগেশ্বর রাওকে।