খুশির ইদে রক্তাক্ত কাশ্মীর ! শ্রীনগরের মাটিতে উড়ল পাকিস্তানের পতাকা

শ্রীনগর: বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ ৷ ছোট থেকে বড় সকলে সামিল এই ইদ পালনে ৷ কিন্তু এই আনন্দের মুহূর্তেও উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর ৷ সমানে চলছে পাথরবৃষ্টি ৷ শ্রীনগরের মাটিতেই উড়ল পাকিস্তানের পতাকা ৷ অনন্তনাগ ও পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথরবৃষ্টি বিচ্ছন্নতাবাদীদের ৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর ৷

শুক্রবার কাশ্মীরের সেনার গুলিতে এক যুবকের মৃত্যুকে ঘিরে হিংসা ছড়ায় কাশ্মীরে ৷ যার জেরেই আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা ৷ সেনা-পুলিশ কর্মীদের লক্ষ্য করে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা ৷ বিক্ষোভকারীদের রুখতে পাল্টা শূন্যে গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও ৷ টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷

অন্যদিকে শনিবার সকালে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ নিয়ন্ত্রন রেখা পেরিয়ে কাশ্মীরের নৌসেরাতে পাক গোলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান ৷ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান ৷ এই হামলাতেই বিকাশ গুরুং নামে এক সেনা আহত হয়েছেন ৷

রমজান মাসে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে কেন্দ্রের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ কিন্তু সেই সমস্ত নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে সমানে চলছে গুলিবর্ষণ-পাথরবৃষ্টি ৷ যার জেরে চিরাচরিত প্রথা ভেঙে এবার আর নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করলেন না বিএসএফ জওয়ান এবং পাক রেঞ্জার্সরা ৷

রমজান মাসেও হিংসায় জ্বলেছে কাশ্মীর ৷ অন্যদিকে, গতকাল উপত্যকার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ জম্মু-কাশ্মীরে সেনা অভিযান বন্ধ থাকবে নাকি ফের চালু হবে ৷ সেই সমস্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর ৷ রবিবারই উপত্যকায় সেনা অভিযান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷