SBI-এর নতুন ঘোষণা:যত খুশি ATM ব্যবহার


এবার স্টেট ব্যাংকের গ্রাহকরা সহযোগী ব্যাংকে যত খুশি এটিএম ব্যবহার করুন কোনও ট্রান্সজাকসন চার্জ লাগবে না৷ ঘোষণাটি করেছে ভারতীয় স্টেট ব্যাংক৷ এই সুবিধা অবশ্যই শর্ত সাপেক্ষ৷ তার জন্য গ্রাহক অ্যাকাউন্টে রাখতে হবে কমপক্ষে ২৫,০০০ টাকা৷

পঁচিশ হাজারের কম টাকা থাকলে ট্রান্সজাকসনের সংখ্যা থাকবে সীমিত৷ প্রয়োজনে দিতে হতে পারে নির্দিষ্ট পরিমান চার্জও৷ অন্যান্য ব্যাংকের এটিএমে লেনদেনের সময় গ্রাহকের অ্যাকাউন্টে রাখতে হবে কমপক্ষে ১ লাখ টাকা৷ তখনই গ্রাহক পাবেন ফ্রি ট্রান্সজাকসনের সুযোগটি৷ বিশদ জানতে চোখ রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে৷

এক নজরে দেখে নিন স্টেট ব্যাংকের এটিএম ব্যবহারের শর্তাবলী

১) মাসে ফ্রি পাওয়া নির্দিষ্টমাত্রা অতিক্রম করে বেশি পরিমানে লেনদেন করলে কর্তৃপক্ষ চার্জ৷ তবে, সেটি নির্ভর করছে লেনদেনের এবং এটিএমের ধরণের উপর৷

২) স্টেট ব্যাংক গ্রুপ এটিএম থেকে ফ্রিতে পাওয়া নির্দিষ্ট পরিমানের বেশি লেনদেন হলে দিতে হবে জিএসটি সহ ১০ টাকা৷ এমনই জানচ্ছে সংস্থার ওয়েবসাইট৷ যার মধ্যে থাকছে দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু সহ অন্যান্য শহরও৷

৩) গ্রুপ এটিএম থেকে লেনদেনের জন্য চার্জ করা হবে জিএসটি সহ পাঁচ টাকা৷ নির্দিষ্ট পরিমানের বেশি নন-ফাইনান্সসিয়াল লেনদেনের জন্য দিতে হবে চার্জটি৷ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অন্যান্য ব্যাংকের এটিএমে লেনদেনের জন্য দিতে হবে জিএসটি সহ ৮ টাকা৷

৪) মাসিক ২৫,০০০ টাকা অ্যাকাউন্টে রাখলে দিতে হবে না কোন ট্রান্সজাকসন চার্জ৷ এক্ষেত্রে, থাকছে না কোন নির্দিষ্ট সংখ্যা৷

৫) অন্যান্য ব্যাংকের এটিএমে লেনদেনের সময় গ্রাহকের অ্যাকাউন্টে রাখতে হবে কমপক্ষে ১ লাখ টাকা৷ এরপরই, গ্রাহক পাবেন ফ্রি ট্রান্সজাকসনের সুযোগটি৷ এছাড়াও, এসবিআই চার্জ করছে অন্য সুবিধাগুলির জন্য৷

৬) অপর্যাপ্ত পরিমানে ব্যালেন্সের জন্য অ্যাকাউন্ট থেকে কাটা যেতে পারে জিএসটি সহ ২০ টাকা৷

৭) বেশ কিছু গ্রুপ এটিএমের জন্য এসবিআই এনেছে কার্ড-লেস উইথড্রল ফেসিলিটি৷ প্রত্যেক কার্ড-লেস উইথড্রলের জন্য চার্জ করা হবে জিএসটি সহ ২২ টাকা৷