জইশ জঙ্গি মাসুদ আজহারকে শায়েস্তা করতে ফ্রান্সও নিল বড় পদক্ষেপ


জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মৌলানা মাসুদ আজহারকে নিয়ে চিন গড়িমসি করলেও ভারতের পাশে দাঁড়িয়ে ফ্রান্স বড় পদক্ষেপ করল। ফ্রান্স সরকার জানিয়েছে, মাসুদ আজহারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থ মন্ত্রক ও বিদেশ মন্ত্রক জানিয়েছে, মাসুদ আজহারকে যাতে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত জঙ্গিদের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তার জন্য সেদেশের সরকার তদ্বির করবে।

ভারতের পুলওয়ামায় হামলার পর জইশের নাম ফের উঠে এসেছে। সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়ে একযোদে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে তুলোধোনা করেছে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। চিন প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করতে পারছে না। পাকিস্তানও কখনও মাসুদ আজহারকে অস্বীকার করছে, কখনও বলছে সে অসুস্থ।

প্রসঙ্গত, পুলওয়ামা হামলার প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদে মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার প্রস্তাব আনে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। তবে চিনের আপত্তিতে তা আপাতত থমকে গিয়েছে।