বাংলাকে স্পর্শকাতর ঘোষণার দাবির প্রতিবাদে শুক্রবার থেকে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল


শুক্রবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নির্বাচন কমিশনে গিয়ে গোটা বাংলাকে স্পর্শকাতর ঘোষণা করার দাবি জানিয়েছে। তার প্রতিবাদেই শুক্রবার ও শনিবার দুদিনের প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। মূলত তৃণমূলের মহিলা সংগঠনের তরফেই বিক্ষোভ প্রদর্শন করা হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থানে বসবে তৃণমূল। সেই জমায়েত চলবে রাত ৮টা পর্যন্ত। পরের দিন শনিবারও একই সময়ে অবস্থান বিক্ষোভ ও জমায়েত চলবে।

দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে বিজেপি দাবি করে এসেছে, বাংলাকে অতি স্পর্শকাতর রাজ্য বলে ঘোষণা করতে হবে। একইসঙ্গে মিডিয়া অবজার্ভারও নিয়োগ করতে হবে। এই দুটির বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে তৃণমূল অবস্থান করতে চলেছে। বুধবার তৃণমূলের প্রার্থী ঘোষণার সময়ও এর বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন।

মমতা বলেন, এটা বলে বাংলার মানুষকে অপমান করেছে বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে প্রচারে হাওয়া তুলতে চাইছে তৃণমূল। সেই জায়গা থেকেই তৃণমূলের মহিলা ব্রিগেড রানি রাসমণিতে নেমে পড়ছে অবস্থানে।