অবশেষে থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার করা হল সকলকে


ব্যাংকক: থাইল্যান্ডের গভীর গুহা গহ্বর থেকে একে একে বেরিয়ে আসছে শিশুরা৷ কোচ সহ বাকি মাত্র ২৷ মঙ্গলবার আরও ১ শিশুকে মারণ গুহা থেকে উদ্ধার করতে সফল উদ্ধারকারীরা৷ গুহায় আটক কোচ সহ ১৩ খুদে ফুটবলারদের মধ্যে ১১ শিশু উদ্ধার৷

রবিবার থেকে লাগাদার চলা উদ্ধারকাজ ফলপ্রসূ৷ মঙ্গলবারের উদ্ধার চিত্র বেশ স্বস্তি জনক৷ উদ্ধার হওয়া শিশুদের হেলিকপ্টারে তুলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে৷ থাইল্যান্ডে চিয়াং রাই হাসপাতালে শিশুদের ভর্তি করা হয়েছে৷ সোমবারই মোট ৮ শিশুকে উদ্ধার করে উদ্ধারকারী দল৷ উত্তর থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধারকাজ৷

উদ্ধার হওয়া শিশুদের বেশিরভাগই চিকিৎসাধীন৷ চিকিৎসকরা জানাচ্ছেন টানা এতদিন গুহায় থাকার কারণে স্বাভাবিক নিয়মে খাবার খেতে পারছে না শিশুরা৷ আপাতত তরল খেয়েই থাকতে হচ্ছে৷ তবে উদ্ধার হওয়া বেশিরভাগ শিশুই গুহা থেকে বেরিয়ে চকোলেট ও কেক খেতে চেয়েছে৷ তাদের অনুরোধা রাখা হবে বলেও জানিয়েছে থাই প্রশাসন৷

উদ্ধারের সময় এক উদ্ধারকারীর মৃত্যু ইতিমধ্যেই হয়েছে৷ গুহার জল বৃদ্ধি পাওয়ায় বাড়ছে জটিলতা৷ সেই জট কাটিয়েই ১১ শিশুদের জীবিত উদ্ধার করা হয়েছে৷ বাকিরাও তাড়াতাড়ি গুহার অন্ধকার থেকে বেরোবে বলে আশ্বাস থাই প্রশাসনের৷