১০,৯৯০ টাকা থেকে লঞ্চ হবে Oppo A3s


কিছুদিন আগের সংবাদে শিরোনামে এসেছিল Oppo A3s। কম দামের এই বাজেট ফোনে ডিসপ্লের উপরে কালো নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফেস আনলক সহ বিশাল ব্যাটারি থাকার খবর পাওয়া গিয়েছিল।

কিছুদিন আগেই জনপ্রিয় টেক ওয়েবসাইট Gadgets 360 তে এক রিপোর্টে এই ফোন লঞ্চের খবর প্রকাশিত হয়েছিল। একই সাথে এই ফোনের দাম প্রকাশ করেছিল এই ওয়েবসাইটটি।

সেই রিপোর্টে বলা হয়েছে Oppo A3s এর 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। এছাড়াও এই রিপোর্টে জানানো হয়েছে দুটি আলাদা কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। রেড ও ডার্ক পারপেল কালারে Oppo A3s পাওয়া যাবে। যদিও 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম সম্পর্কে খবর প্রকাশ করেনি এই টেক পোর্টাল।

Oppo A3s স্পেসিফিকেশান
Oppo A3s এ রয়েছে ৬.২ ইঞ্চি IPS HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের সাথেই Oppo A3s তে থাকছে 2.5D কার্ভড গ্লাস।

Oppo A3S এর ভিতরে রয়েছে Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকছে 2GB/3GB RAM আর 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Oppo A3S এর স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Oppo A3S এ Android 8.1 Oreo এর উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।
Oppo A3S এ রিয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকবে একটি 13MP ও একটি 2MP সেন্সার। এছাড়াও Oppo A3S এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।
Oppo A3S এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের বিশাল 4230 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Oppo A3S এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS।

লঞ্চের তারিখ এই ফোন কবে লঞ্চ হবে তা জানা যায়নি। লঞ্চের দিন জানার জন্য কোম্পানির ঘোষনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।