শত্রুর ওপর নজর রাখতে উন্নতমানের স্যাটেলাইট লঞ্চে সফল চিন


বেজিং: এবার দুটি রিমোট সেনসিং স্যাটেলাইট লঞ্চ করল চিন৷ মঙ্গলবার চিনা সরকারি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়৷ এই দুটি স্যাটেলাইট Yaogan-32 ফ্যামিলির অন্তর্গত৷ শিনহুয়া সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয় সকাল ১০.৪৩ মিনিট(স্থানীয় সময়) নাগাদ Long March-2C রকেট থেকে এটি লঞ্চ করা হয়৷ উত্তর-পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই কার্য সম্পন্ন হয়৷

সূত্র অনুযায়ী, পূর্বনির্ধারিত স্থানে এই স্যাটেলাইট সফলভাবে পৌঁছে যায়৷ ইলেকট্রোম্যাগনেটিক এনভায়রমেন্ট সার্ভে এবং অন্যান্য প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষাতে এটি ব্যবহৃত হবে৷ চায়না অ্যাকাডেমি অব লঞ্চ ভেহিকল টেকনোলজির পক্ষ থেকে জানানো হয় এটি অত্যন্ত উন্নতমানের একটি স্যাটেলাইট৷ লং মার্চ রকেট সিরিজের এটি ২৮৬তম মিশন৷

সাধারণত কোনও বস্তুকে চিহ্নিত বা ডিটেক্ট করতে এই ধরণের সেন্সর টেকনোলজি ব্যবহার করা হয়৷ পৃথিবী থেকে প্রতিফলিত শক্তিকে ডিটেক্ট করে এই রিমোট সেনসিং স্যাটেলাইট তথ্য সংগ্রহ করবে৷

প্রসঙ্গত, গত অগস্টে প্রথম হাইপারসনিক এয়ারক্র্যাফ্ট পরীক্ষায় সফল হয় চিন৷ চিন জানায়, এই উন্নতমানের এয়ারক্র্যাফ্টটি পরমাণু অস্ত্র নিয়ে যেতে সক্ষম, পাশাপাশি যে কোনও ধরণের মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকেও ভেদ করে যেতে সক্ষম৷

চায়না আকাডেমি অব এয়ারোস্পেস এয়ারোডায়নামিকস (CAAA) একটি বিবৃতি দিয়ে সে সময় জানিয়েছিল, উত্তর-পশ্চিম চিন থেকে Xingkong-2 অথবা Starry Sky-2 লঞ্চ করা হয়৷ একই ধরণের এক্সপেরিমেন্টে নেমেছে আমেরিকা এবং রাশিয়া৷

জানা যায়, একটি রকেটে সাহায্যে এটি লঞ্চ করা হয় পূর্ব নির্ধারিত জায়গায়৷ শব্দের থেকে পাঁচগুণ অথবা তার থেকেও বেশি গতিবেগে যেতে পারে এই হাইপারসোনিক বিমানগুলি৷ চিনের সরকারি সংবাদ মাধ্যম জানায়, হাইপারসোনিকের এই পরীক্ষা সফল হয়৷ China Aerospace Science and Technology Corporation-এর সঙ্গে CAAA যৌথভাবে এই হাইপারসোনিক এয়ারক্র্যাফ্টটি ডিজাইন করেছে বলে জানা যায়৷