রাতে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ, মালদার বাসিন্দা অটো চালককে যাত্রীরা পিটিয়ে মারল দিল্লিতে


নয়াদিল্লি: খোদ রাজধানীতে কনট প্লেসের মত জায়গায় যাত্রীদের হাতে খুন হয়ে গেলেন এক অটো চালক। অভিযোগ, রাতে বেশি ভাড়া চাইছিলেন তিনি, অতিরিক্ত এক যাত্রীকেও অটোয় তুলেছিলেন।

মৃতের নাম জাহাঙ্গির আলম, বয়স ২৬, মালদার বাসিন্দা। দিল্লিতে একাই থাকতেন জামিয়া নগরের যোগা বাঈ এক্সটেনশনে। তাঁর স্ত্রী ও মা সন্তানদের নিয়ে মালদায় থাকেন। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, খানপুর থেকে কনট প্লেস যাওয়ার জন্য ৪ জন জাহাঙ্গিরের অটো ভাড়া করেন। কিন্তু রাতে বেশি ভাড়া দাবি করা নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়, অতিরিক্ত একজন যাত্রীকে অটোয় তুলে নেন তিনি। এ নিয়ে ঝামেলার জেরে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, শেষে ছোরা মারা হয়।

আলমকে উদ্ধার করে রাতে টহলরত পুলিশ, কেজি মার্গে এক রেস্তোঁরার পাশ থেকে। রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায় এক ২০ বছরের তরুণ ও ৩ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণ পুরসভায় কাজ করে, বাকিরা দশম ও একাদশ শ্রেণির ছাত্র।